মনজুর অনিক : [২] নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার তল্লা বায়তুল সালাত জামে মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
[৩] অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববিকে প্রধান করে রাতেই তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসক মো.জসিম উদ্দিন। ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিবেন। নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এ টি এম মোশারফ হোসেন, তিতাস ও ডিপিডিসি’র কর্মকর্তাসহ পুলিশের কর্মকর্তারা উক্ত কমিটিতে রয়েছেন।
[৪] শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের তদন্ত কমিটি তাদের কার্যক্রম শুরু করে।
[৫] প্রসঙ্গত, শুক্রবার রাত ৯টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১ নং ওয়ার্ড পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূতের মধ্যে মসজিদের ভেতরে থাকা প্রায় ৫০ জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন তারা। তাদের মধ্যে দগ্ধ অবস্থায় ৩৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। শনিবার দুপুর ১টা পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সম্পাদনা : হ্যাপি