শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে ◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা  ◈ আফগানিস্তানকে হারা‌নোর ফ‌লে আইসিসি টি-‌টো‌য়ে‌ন্টি র‌্যাং‌কিং‌য়ে বাংলাদেশের উন্ন‌তি ◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী ◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০৪:১৭ সকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০৪:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভেনিজুয়েলায় হস্তক্ষেপ বন্ধ ও ইরাকে সেনা হটাতে যুক্তরাষ্ট্রকে চীন ও রাশিয়ার আহবান

রাশিদুল ইসলাম : [২] চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভেনিয়জুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ অ্যারিজার সঙ্গে এক টেলিফোনালাপে ওই আহ্বান জানান। তিনি বলেন, ভেনিজুয়েলার সরকার ও বিরোধী পক্ষ সংলাপের মাধ্যমে তাদের চলমান সমস্যার সমাধান করতে পারবে। এক্ষেত্রে কোনো বহিঃশক্তির হস্তক্ষেপের প্রয়োজন নেই।

[৩] মার্কিন সরকার প্রকাশ্যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিয়েছে এমন মন্তব্য করে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, যখন ভেনিজুয়েলার সরকার ও জনগণ প্রাণঘাতী কোভিডের বিরুদ্ধে লড়াই করছে তখন দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে নিজের মানবিকতাবিরোধী চরিত্রকে উন্মোচন করেছে ওয়াশিংটন।

[৪] এদিকে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেন, মধ্যপ্রাচ্যে থেকে বিশেষ করে ইরাকের মাটি থেকে সেনা প্রত্যাহার হবে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে উপযুক্ত পদক্ষেপ। তিনি বলেন, ইরাকে মার্কিন সেনা উপস্থিতি মধ্যপ্রাচ্যের এ দেশটিতে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বয়ে আনতে পারেনি বরং উল্টো গোটা অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।

[৬] রাশিয়ার এই কূটনীতিক বলেন, মার্কিন কর্মকর্তারা বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করার যে ঘোষণা দিয়েছেন তার বেশিরভাগই বাস্তবায়িত হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়