শিরোনাম
◈ মার্চে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ  ◈ বিশ্বকাপ থে‌কে বাংলাদেশকে বাদ দেওয়া ক্রিকেটের জন্য বাজে দৃষ্টান্ত : এ‌বি ডি ভিলিয়ার্স ◈ ভোলা এলএনজির বিকল্প প্রস্তাব, সাশ্রয় হবে ৯ হাজার কোটি ◈ পশ্চিমবঙ্গকে বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে হাইকোর্টের হুঁশিয়ারি ◈ যুক্তরাজ্যে অতিদারিদ্রের সংখ্যা ৬৮ লাখ, ৫৩ শতাংশ বাংলাদেশি ◈ ভুয়া তথ্যে কানাডার ভিসার আবেদন: বস্তায় ভরে ৬০০ বাংলাদেশির পাসপোর্ট ফেরত ◈ বাংলাদেশে আসতে আগ্রহী পেপ্যাল ◈ ইরানের বিরুদ্ধে অভিযানে সৌদি আকাশসীমা ব্যবহারে যুবরাজ সালমানের নিষেধাজ্ঞা ◈ ৫ ব্যাংকের আমানত ফেরত সিদ্ধান্ত, কিন্তু শেয়ার বিনিয়োগকারীরা রয়ে গেল অনিশ্চয়তায় ◈ কর ব্যবস্থার মৌলিক সংস্কারে ৫৫ সুপারিশ, প্রতিবেদন গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৪৪ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হলি ফ্যামিলি হাসপাতাল কর্তৃপক্ষকে নন-কোভিড করার চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়

লাইজুল ইসলাম: [২] হাসপাতালটির পরিচালক ডা. মোহাম্মদ মোরশেদ বলেন, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি চিঠি পেয়েছি। সেখানে বলা আছে হাসপাতালটি কোভিড হাসপাতাল থেকে নন কোভিডে পরিণত করতে। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিবো। কিছু পক্রিয়া আছে। সেগুলো পূরণ করতে হবে।

[৩] তিনি বলেন, সমঝোতা স্মারক অনুযায়ী আমরা এক মাস সময় পাবো নন কোভিডে পরিণত হতে। আমাদের হাসপাতালের কোভিড রোগী ভর্তি আছেন একশো জনের ওপরে। আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ১০জন। রোগীদের ডিসচার্জের একটি বিষয় রয়েছে। তবে আগামী মাসের এক তারিখ থেকে নন কোভিড রোগিদের ভর্তি করা যাবে কি না তা এখন বলা যাচ্ছে না।

[৪] ডা. মোরশেদ আরও বলেন, চিঠি পাওয়ার পর আমরা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বিভাগের পরিচালকের সঙ্গে কথা বলে চিঠি দিবেন।

[৫] স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বিভাগের পরিচালক ডা. ফরিদ মিয়া বলেন, এখনই হলি ফ্যামিলি হাসপাতালকে বন্ধ করার চিঠি দেওয়া হবে না। বন্ধ করার বিষয়ে বেশ কয়েকটি সিদ্ধান্তের বিষয় আছে। ঐ হাসপাতালের রোগীদের বিষয়ে আমাদের ভাবতে হবে। তাদের কি করবো সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। তারপর বন্ধ করার চিঠি ইস্যু করবে অধিদপ্তর। সব কিছু মহাপরিচালকের সঙ্গে আলোচনার পর। ধাপে ধাপে বন্ধ করা হবে হাসপাতালগুলো। সম্পাদনা : রায়হান রাজীব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়