শিরোনাম
◈ ইসিতে বৈঠক শেষে ডা: তাহের: আগামীর নির্বাচন যদি ‘সাজানো’ হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে ◈ ইসি’তে আপিল আবেদনের ভিড় বাড়ছে: তৃতীয়দিন ১৩১টি জমা ◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি”

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৪৪ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হলি ফ্যামিলি হাসপাতাল কর্তৃপক্ষকে নন-কোভিড করার চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়

লাইজুল ইসলাম: [২] হাসপাতালটির পরিচালক ডা. মোহাম্মদ মোরশেদ বলেন, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি চিঠি পেয়েছি। সেখানে বলা আছে হাসপাতালটি কোভিড হাসপাতাল থেকে নন কোভিডে পরিণত করতে। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিবো। কিছু পক্রিয়া আছে। সেগুলো পূরণ করতে হবে।

[৩] তিনি বলেন, সমঝোতা স্মারক অনুযায়ী আমরা এক মাস সময় পাবো নন কোভিডে পরিণত হতে। আমাদের হাসপাতালের কোভিড রোগী ভর্তি আছেন একশো জনের ওপরে। আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ১০জন। রোগীদের ডিসচার্জের একটি বিষয় রয়েছে। তবে আগামী মাসের এক তারিখ থেকে নন কোভিড রোগিদের ভর্তি করা যাবে কি না তা এখন বলা যাচ্ছে না।

[৪] ডা. মোরশেদ আরও বলেন, চিঠি পাওয়ার পর আমরা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বিভাগের পরিচালকের সঙ্গে কথা বলে চিঠি দিবেন।

[৫] স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বিভাগের পরিচালক ডা. ফরিদ মিয়া বলেন, এখনই হলি ফ্যামিলি হাসপাতালকে বন্ধ করার চিঠি দেওয়া হবে না। বন্ধ করার বিষয়ে বেশ কয়েকটি সিদ্ধান্তের বিষয় আছে। ঐ হাসপাতালের রোগীদের বিষয়ে আমাদের ভাবতে হবে। তাদের কি করবো সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। তারপর বন্ধ করার চিঠি ইস্যু করবে অধিদপ্তর। সব কিছু মহাপরিচালকের সঙ্গে আলোচনার পর। ধাপে ধাপে বন্ধ করা হবে হাসপাতালগুলো। সম্পাদনা : রায়হান রাজীব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়