শিরোনাম
◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা ◈ হাইকমিশনারকে হুমকি, নয়াদিল্লির প্রেস নোট প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৪৪ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হলি ফ্যামিলি হাসপাতাল কর্তৃপক্ষকে নন-কোভিড করার চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়

লাইজুল ইসলাম: [২] হাসপাতালটির পরিচালক ডা. মোহাম্মদ মোরশেদ বলেন, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি চিঠি পেয়েছি। সেখানে বলা আছে হাসপাতালটি কোভিড হাসপাতাল থেকে নন কোভিডে পরিণত করতে। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিবো। কিছু পক্রিয়া আছে। সেগুলো পূরণ করতে হবে।

[৩] তিনি বলেন, সমঝোতা স্মারক অনুযায়ী আমরা এক মাস সময় পাবো নন কোভিডে পরিণত হতে। আমাদের হাসপাতালের কোভিড রোগী ভর্তি আছেন একশো জনের ওপরে। আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ১০জন। রোগীদের ডিসচার্জের একটি বিষয় রয়েছে। তবে আগামী মাসের এক তারিখ থেকে নন কোভিড রোগিদের ভর্তি করা যাবে কি না তা এখন বলা যাচ্ছে না।

[৪] ডা. মোরশেদ আরও বলেন, চিঠি পাওয়ার পর আমরা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বিভাগের পরিচালকের সঙ্গে কথা বলে চিঠি দিবেন।

[৫] স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বিভাগের পরিচালক ডা. ফরিদ মিয়া বলেন, এখনই হলি ফ্যামিলি হাসপাতালকে বন্ধ করার চিঠি দেওয়া হবে না। বন্ধ করার বিষয়ে বেশ কয়েকটি সিদ্ধান্তের বিষয় আছে। ঐ হাসপাতালের রোগীদের বিষয়ে আমাদের ভাবতে হবে। তাদের কি করবো সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। তারপর বন্ধ করার চিঠি ইস্যু করবে অধিদপ্তর। সব কিছু মহাপরিচালকের সঙ্গে আলোচনার পর। ধাপে ধাপে বন্ধ করা হবে হাসপাতালগুলো। সম্পাদনা : রায়হান রাজীব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়