শিরোনাম
◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক ◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০১:৫১ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেওয়ারিশ কুকুর নিধনের দাবিতে ডিএসসিসি’কে স্মারকলিপি দিল ভুক্তভোগীরা

ডেস্ক রিপোর্ট: [২] রাজধানীর বেওয়ারিশ কুকুর নিধনের দাবিতে বুধবার দুপুরে নগর ভবনের সামনে মানববন্ধন করে ভুক্তভোগীরা। মানবন্ধন শেষে স্মারকলিপি প্রদান করেন তারা।

[৩] বক্তারা বলেন, শহর-নগরী তৈরী হয়েছে জনগণের বসবাসের জন্য, প্রাণীদের জন্য নয়। শহরাঞ্চলে মানুষের কল্যাণে যতটুকু প্রাণী বসবাসের প্রয়োজন, ততটুকু ঠিক আছে। কিন্তু যে সকল প্রাণী শহরাঞ্চলে মানুষের নিরাপদ বসবাসের বাধা বা আতঙ্ক তৈরী করবে, তাদের নিধন বা স্থানান্তর করা আবশ্যক।

[৪] প্রাণীদের নিরাপদ বসবাসের স্থান বনজঙ্গল বা অভয়ারণ্য, তাদেরকে সেখানে নিরাপদে বেড়ে উঠতে দেয়াই উত্তম। তাই যে প্রাণীর আধিক্য জনমানুষের নিরাপত্তার জন্য হুমকি, সেটাতে নিধনে বাধা দেওয়া নিতান্তেই স্বার্থাম্বেষী আচরণ।

[৫] প্রাণীপ্রেমীদের যদি কুকুরের প্রতি এতই ভালোবাসা থাকে, তবে তারা সে কুকুরগুলো নিজ বাসায় নিয়ে রাখলেই পারে, জনগণকে কষ্ট দেওয়ার জন্য কুকুরগুলোকে রাস্তায় দায়িত্বহীনভাবে ছেড়ে দেওয়া কখনই গ্রহণযোগ্য হতে পারে না।

[৬] বক্তারা বলেন, বর্তমানে ঢাকায় বেওয়ারিশ কুকুরের মাত্রাতিরিক্ত আধিক্য সৃষ্টি হয়েছে। অলি-গলিতে ২০-৩০টি পর্যপ্ত কুকুর দল করে দখল নেয়, যা অত্যন্ত ভীতিকর বিষয়। কুকুর গুলো পথচারিকে প্রায় আক্রমণ করে, অনেককে কামড়ে আহত করে।

[৭] ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বেওয়ারিশ কুকুর নিয়ে তাদের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করবে এবং নগরবাসীকে নিরাপদ ঢাকা দান করবে, এটাই আমাদের দাবী। সম্পাদনা : রায়হান রাজীব

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়