শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০১:৫১ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেওয়ারিশ কুকুর নিধনের দাবিতে ডিএসসিসি’কে স্মারকলিপি দিল ভুক্তভোগীরা

ডেস্ক রিপোর্ট: [২] রাজধানীর বেওয়ারিশ কুকুর নিধনের দাবিতে বুধবার দুপুরে নগর ভবনের সামনে মানববন্ধন করে ভুক্তভোগীরা। মানবন্ধন শেষে স্মারকলিপি প্রদান করেন তারা।

[৩] বক্তারা বলেন, শহর-নগরী তৈরী হয়েছে জনগণের বসবাসের জন্য, প্রাণীদের জন্য নয়। শহরাঞ্চলে মানুষের কল্যাণে যতটুকু প্রাণী বসবাসের প্রয়োজন, ততটুকু ঠিক আছে। কিন্তু যে সকল প্রাণী শহরাঞ্চলে মানুষের নিরাপদ বসবাসের বাধা বা আতঙ্ক তৈরী করবে, তাদের নিধন বা স্থানান্তর করা আবশ্যক।

[৪] প্রাণীদের নিরাপদ বসবাসের স্থান বনজঙ্গল বা অভয়ারণ্য, তাদেরকে সেখানে নিরাপদে বেড়ে উঠতে দেয়াই উত্তম। তাই যে প্রাণীর আধিক্য জনমানুষের নিরাপত্তার জন্য হুমকি, সেটাতে নিধনে বাধা দেওয়া নিতান্তেই স্বার্থাম্বেষী আচরণ।

[৫] প্রাণীপ্রেমীদের যদি কুকুরের প্রতি এতই ভালোবাসা থাকে, তবে তারা সে কুকুরগুলো নিজ বাসায় নিয়ে রাখলেই পারে, জনগণকে কষ্ট দেওয়ার জন্য কুকুরগুলোকে রাস্তায় দায়িত্বহীনভাবে ছেড়ে দেওয়া কখনই গ্রহণযোগ্য হতে পারে না।

[৬] বক্তারা বলেন, বর্তমানে ঢাকায় বেওয়ারিশ কুকুরের মাত্রাতিরিক্ত আধিক্য সৃষ্টি হয়েছে। অলি-গলিতে ২০-৩০টি পর্যপ্ত কুকুর দল করে দখল নেয়, যা অত্যন্ত ভীতিকর বিষয়। কুকুর গুলো পথচারিকে প্রায় আক্রমণ করে, অনেককে কামড়ে আহত করে।

[৭] ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বেওয়ারিশ কুকুর নিয়ে তাদের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করবে এবং নগরবাসীকে নিরাপদ ঢাকা দান করবে, এটাই আমাদের দাবী। সম্পাদনা : রায়হান রাজীব

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়