শিরোনাম
◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক ◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৫৮ সকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নির্ধারিত সময়ে ধান-চাল সংগ্রহ অর্ধেক, ১৫ দিন সময় বাড়িয়েছে খাদ্য মন্ত্রণালয়

শরীফ শাওন: [২] লক্ষমাত্রার অর্ধেক পরিমাণ সংগ্রহ করতে না পারায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সংগ্রহ শাখা। ২৬ এপ্রিল থেকে ধান এবং ৭ মে থেকে চাল সংগ্রহ শুরু হয়েছিল। ক্রয়ের লক্ষমাত্রা অর্জন না হওয়ায় ৩১ আগস্ট থেকে সময় বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর ধান-চাল ক্রয়ের শেষ দিন নির্ধারণ করে স্মারক জারি করা হয়।

[৩] চলতি বোরো মৌসুমে ধান ও চাল মিলিয়ে মোট ১৯ লাখ ৫০ হাজার মেট্রিক টন খাদ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়। ৮ লাখ টন ধান ও ১১ লাখ টন চাল। তবে নির্ধারিত সময়ের মধ্যে ধান সংগ্রহ হয়েছে ২ লাখ এবং চাল ৬ লাখ টন।

[৪] মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২৬ টাকা দরে ধান, ৩৬ টাকা দরে ১০ লাখ টন সিদ্ধ চাল ও ৩৫ টাকা দরে দেড় লাখ টন আতপ চাল ক্রয়ের সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।

[৫] নীলফামারীতে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ১৬ হাজার ৭৯৮ টন নির্ধারিত হলেও নির্ধারিত সময়ে সংগ্রহ হয়েছে এক হাজার ৬৭০ দশমিক ১২০ টন। চুয়াডাঙ্গায় পাঁচ হাজার ৩১০ টন ধান ও সাত হাজার ৬০৫ টন চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নিয়ে সংগ্রহ হয় এক হাজার ২১০ টন ধান ও তিন হাজার ২৬৪ টন চাল। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় তিন হাজার ৭০৮ টন বোরো ধানের মধ্যে সংগ্রহ হয়েছে ১১২ টন, দুই হাজার ৮০৩ টন সিদ্ধ চালের মধ্যে সংগ্রহ হয়েছে এক হাজার ৪০২ টন। টাঙ্গাইলের সখীপুর এক হাজার ৫০৪ টন ধান ও দুই হাজার ৬৮৫ টন চাল ক্রয়ের সিদ্ধান্ত ছিল। এর মধ্যে মাত্র ২.৮ টন ধান এবং ৩৮৪ টন চাল কেনা হয়েছে। জামালপুর জেলায় বোরো ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ছিল ২২ হাজার ৬৭১ টন। সংগ্রহ হয়েছে মাত্র তিন হাজার ৮৪৩ টন। বোরো সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ২৫ হাজার ৫৬৩ টনের মধ্যে সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ৯৩৬ টন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়