জুনাইদ আহমেদ পলক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শনকে জীবনে ধারণ করতে হবে। তিনি শৈশব থেকে মানুষের অকৃত্রিম বন্ধু হিসেবে কাজ করেছেন। বৃষ্টিতে নিজে ভিজে বন্ধুকে ছাতা দান, ক্ষুধার্তকে অন্ন দান করেছেন। এমনকি তিনি ফাঁসির কাষ্ঠে গিয়েও দেশ এবং জনগনকে ভুলে যাননি। সাড়ে তিন বছরে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছিলেন, কিন্তু হায়েনারা তা হতে দেয়নি।
তিনি যদি ১০বছর দেশ চালাতেন তাহলে দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে পারতেন। দেশ উন্নত বাংলাদেশ হতো। ৯ মাস বাংলাদেশকে হানাদাররা ধ্বংস করে দিয়েছিলো।
বঙ্গবন্ধু ১ দিনে ৩৬ হাজার প্রাইমারী স্কুলকে সরকারী করেছিলেন। কৃষকদের জমি দান করেছিলেন। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকে নয় দেশকে ধ্বংস করার চক্রান্ত করেছিলো তারা। দীর্ঘ ৩৭ বছর যারা দেশকে শোষণ করেছে তারা উন্নয়ন করেনি। অতিথি পাখির মত তারা এসেছে এবং জনগনকে ধোঁকা দিয়েছে।
১৯৯৯ সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সিংড়াকে পৌরসভা উপহার দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ ১৪ বছর বিএনপি নেতৃত্ব দিয়েছে, কিন্তু তারা উন্নয়ন করেনি। জনগনকে ধোঁকা দিয়েছে। বিগত সাড়ে ৪ বছরে আওয়ামী লীগের মেয়র জান্নাতুল ফেরদৌস ব্যাপক উন্নয়ন করেছে। সিংড়া পৌরসভা সচ্ছতার সাথে পরিচালনা হচ্ছে, কোনো অনিয়ম নাই। দুর্নীতিমুক্ত পৌরসভা গঠন করেছেন। করোনার দু:সময়ে সে পৌরবাসির পাশে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধু দেশের জনগনকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। বঙ্গবন্ধুর প্রকৃত অনুসারী যারা তারাও কর্মে জনগনের সেবক।
১২ বছর আপনাদের সেবক হয়ে পাশে আছি। তিন তিনবার আপনাদের মহামূল্যবান ভোটে নির্বাচিত হয়েছি। জননেত্রী শেখ হাসিনা আমাকে মন্ত্রী করেছেন। কিন্তু আমি আপনাদের পলক, পলক হিসেবেই থাকতে ভালোবাসি। পদ পদবী একদিন থাকবেনা। জনগনের ভালোবাসা আমার অর্জন। মন্ত্রী হলেও আপনাদের সাথে আমার কোনো বিভেদ তৈরি করিনি। জনগনের ভালোবাসাই আমার শক্তি, আমার সাহস।
নির্বাচন আসলে একটি মহল অপপ্রচার করে, অপপ্রচারে কান দিবেন না। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদে আযান বন্ধ হবে, মাথায় টুপি থাকবেনা। অপপ্রচারকারীরা এমন অনেক বিভ্রান্তিকর কথাবার্তা বলে। আগামীতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবেনা, ইনশা আল্লাহ্।
(রোববার বিকেলে আমার নির্বাচনী এলাকা নাটোর জেলার সিংড়া পৌরসভার ৮,৯ ও ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগ এবং সকল সহযোগি সংগঠনের আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভায়)
ফেসবুক থেকে