ডেস্ক রিপোর্ট : রাজশাহীর বাঘা শাহী মসজিদের দক্ষিণে অজুখানার পাশ থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। রোববার দুপুরে চুরির ঘটনা ঘটে। মোটরসাইকেল মালিক বাঘা পৌরসভার গাওপাড়া এলাকার আমিরুল ইসলাম।
এ বিষয়ে তিনি বলেন, রোববার জোহরের নামাজ পড়ার জন্য আমার মোটরসাইকেলটি শাহী মসজিদের দক্ষিণে অজুখানার পাশে রেখে মসজিদে গিয়েছিলাম। নামাজ শেষে বের হয়ে সেখানে গিয়ে মোটরসাইকেলটি পায়নি।
বাঘা থানার এসআই শাহ আলম জানান, মৌখিক খবরে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছেন। মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা চলছে।
অপর দিকে রাত সাড়ে ৮টার দিকে বাঘা ফায়ার সার্ভিসের কাছে এক ওষুধ কোম্পানির সেলস ম্যানের পথরোধ করে ৪৫ হাজার টাকা ছিনতাই করে নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন।যুগান্তর