শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২০, ১০:৩৩ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০২০, ১০:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইসরায়েলি প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে ২০ হাজার মানুষের বিক্ষোভ

সিরাজুল ইসলাম: [২] ১১তম সাপ্তাহিক বিক্ষোভের সময় শনিবার জেরুজালেমের রাস্তায় তিল ধারণের জায়গা ছিলো না। নভেল করোনাভাইরাস সংকট ঠিকমতো সামাল দিতে না পারা এবং দুর্নীতির অভিযোগে তারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে স্লোগান দেন। আলজাজিরা

[৩] স্থানীয় গণমাধ্যামের খবরে বলা হয়, বিক্ষোভে ২০ হাজার মানুষ অংশ নেয়। তবে আয়োজকরা বলছেন, অন্তত ৩৭ হাজার মানুষ এদিন রাস্তায় নেমে আসে।

[৪] সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা নেতানিয়াহুর বাসার দিকে যেতে চাইলে পুলিশ কয়েকজনকে আটক করে নিয়ে যায়।

[৫] কেইসারিয়া শহর তলিতে নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়ির বাইরে এবং জেরুজালেমে ছোট ছোট সড়ক ও ওপারপাসে মানুষ বিক্ষোভ করেছে।

[৬] জেরুজালেমে নেতানিয়াহুর সরকারি বাসভবনের কাছে বিক্ষোভকারীদের হাতে ছিলো দেশটির জাতীয় ও কালো পতাকা। অনেকের হাতে ছিলো প্ল্যাকার্ড। এতে লেখা ছিলো অনেক হয়েছে। এটা রাজনীতি না, অপরাধ।

[৭] প্রধান প্রতিপক্ষ বেনি গান্টেজ এর সঙ্গে বিকল্প প্রধানমন্ত্রী করার চুক্তিতে এ সপ্তাহে টিকে গেছে নেতানিয়াহুর সরকার। ডিসেম্বরে বাজেট ভোট না হওয়া পর্যন্ত এ সরকার টিকতে পারে। তবে চুক্তি বাস্তবায়ন না হলে সরকারের পতন ঘটবে। সেক্ষেত্রে সাধারণ নির্বাচন দিতে হবে। দুই বছরেরও কম সময়ে দেশটিতে দুইটি সাধারণ নির্বাচন হয়েছে।

[৮] গত মে মাসে নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং গান্টেজের ব্লু অ্যান্ড হোয়াইট পাটি জোট গঠন করে ক্ষমতাসীন হয়

  • সর্বশেষ
  • জনপ্রিয়