শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২০, ০৩:০৫ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০২০, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দাবি আদায় না হওয়া পর্যন্ত ‘শ্রম ভবন অক্যুপাই’ কর্মসূচিতে ড্রাগন কারখানার পোশাক শ্রমিকরা

শরীফ শাওন: [২] শ্রমিকদের দাবি, অবিলম্বে প্রভিডেন্ট ফান্ড, সার্ভিস বেনিফিট, অর্জিত ছুটির টাকাসহ সকল আইনানুগ পাওনা পরিশোধ করতে হবে। সোমবার থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচির পাশাপাশি মালিকের বাসভবন ও বিজিএমইএ ঘেরাও এবং গণভবন অভিমুখে ভুখা মিছিল কর্মসূচি পালন করারও ঘোষণা দেয়।

[৩] ড্রাগন গ্রুপ শ্রমিক কর্মচারী সংগ্রাম কমিটির সমন্বয়ক আব্দুল কুদ্দুস বলেন, মালিকপক্ষ করোনার সুযোগে এপ্রিল মাস থেকে কারখানা বন্ধ রেখেছে। বিভিন্ন পাওনা পরিশোধে অস্বীকার করে শ্রমিকদের বিদায় করেছে। স্থায়ী শ্রমিক বাদ দিয়ে অস্থায়ী শ্রমিক দিয়ে সীমিত পরিসরে কাজ করছে।

[৪] তিনি বলেন, পাওনা আদায়ে বিগত কয়েক মাস আন্দোলন ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ধর্ণা দিয়েও সুফল মেলেনি। কল-কারখানা অধিদপ্তর, ক্রাইসিস ম্যানেজমেন্ট মালিক পক্ষকে নিয়ে কয়েকবার সভা করলেও আইন প্রতিপালনে বাধ্য করতে পারেনি। অভিযোগ করে বলেন, কিছু সরকারি কর্মকর্তা তাদের দ্বায়িত্ব ভুলে মালিকদের সুরে সুর মিলিয়ে কথা বলেন।

[৫] শনিবার পুরানো পল্টনের মুক্তি ভবনে ড্রাগন গ্রুপ শ্রমিক কর্মচারী সংগ্রাম কমিটি সংবাদ সম্মেলনে বিভিন্ন শ্রমিক নেতাদের উপস্থিতিতে কর্মসূচি ঘোষণাসহ এসব কথা বলেন। সম্পাদনা : রায়হান রাজীব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়