কূটনৈতিক প্রতিবেদক : [২] বিশ্বব্যাপী কোভিড মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সহযোগিতার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডা. তেদরোস আধানম গেব্রেয়াসুস।
[৩] রোহিঙ্গা শিবিরগুলোতে কোভিড বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেন তিনি।
[৪] জেনেভায় জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শামীম আহসান সম্প্রতি বিদায়ী সাক্ষাৎ করতে গেলে ডা. তেদরোস এ মন্তব্য করেন।
[৫] বৈঠকে ডব্লিউএইচও মহাপরিচালক জেনেভায় থাকাকালীন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্বাস্থ্য-সম্পর্কিত বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য রাষ্ট্রদূত আহসানকে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন। সম্পাদনা : রায়হান রাজীব