ইসমাঈল ইমু : [২] শুক্রবার যশোর সদর উপজেলার বিমানবন্দর এলাকা থেকে এদেরকে আটক করেছে বিমান বাহিনী কর্তৃপক্ষ। পরে তাদের যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
[৩] আটককৃতরা হলেন, অহিদুজ্জামান (৪০) এবং তার সহযোগী মীর আশরাফুল ইসলাম (২৭)। এসময় তাদের কাছ থেকে কয়েকটি ভূয়া নিয়োগ পত্র, দুইটি ওয়াকিটকি সেট এবং বিমান বাহিনী’র উর্দ্ধতন কর্মকর্তাদের নামে দুইটি সীলমোহর উদ্ধার করা হয়।
[৪] প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভূয়া নিয়োগ বানিজ্যে জড়িত থাকার কথা স্বীকার করে এবং সাথে থাকা ওয়াকিটকি প্রদর্শন করে নিজেকে কখনও পুলিশ সদস্য, কখনও ডিবি সদস্য, কখনও বা আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, আবার কখনও বা সামরিক বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তা হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণা করত বলেও স্বীকার করেছে।
[৫] প্রতারক চক্রটি যশোর ও পার্শ্ববর্তী বিভিন্ন জেলার দেড়শ’ প্রার্থীকে চাকুরি দেয়ার আশ্বাস দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। বিমান বাহিনীতে টাকার বিনিময়ে চাকরি প্রাপ্তির কোন সুযোগ নেই বরং এটা সম্পুর্ণই প্রতারণা। সম্পাদনা : খালিদ আহমেদ