শিরোনাম
◈ দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের ভাগ্য নির্ধারণ আজ ◈ ওবায়দুল কাদের ও সাদ্দাম হোসেনসহ পলাতক ৭ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানি আজ ◈ ইরানে নতুন নেতৃত্বের ইঙ্গিত, খামেনিকে সরানোর কথা বললেন ট্রাম্প ◈ নির্বাচনী দায়িত্ব পালনকারী ব্যাংকারদের পোস্টাল ব্যালট অ্যাপে নিবন্ধনের নির্দেশ ◈ এমআরএ নয়, ক্ষুদ্রঋণ ব্যাংকের লাইসেন্স ও তদারকির দায়িত্বে থাকছে বাংলাদেশ ব্যাংক ◈ বিপিসির এলপিজি প্ল্যান্ট প্রকল্প ঝুলে থাকায় বেসরকারি সিন্ডিকেটের কাছে জিম্মি বাজার, বাড়ছে জনদুর্ভোগ ◈ ২০২৬ বিশ্বকাপ: বাফুফে পাচ্ছে ৩৩০ টিকিট, আবেদন শুরু ◈ গ্রিনল্যান্ড দখল বিতর্কে নতুন মোড়, ইউরোপীয় পণ্যে ট্রাম্পের শুল্ক ঘোষণা ◈ আজ রোববার শেষ হচ্ছে আপিল শুনানি, আট দিনে প্রার্থীতা ফিরে পেল ৩৯৯ জন ◈ বিল্ডিং কোড উপেক্ষায় ভূমিকম্পে প্রাণহানির ঝুঁকি বাড়ছে ঢাকা ও চট্টগ্রামে

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২০, ০৯:৪০ সকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০২০, ০৯:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমতলীতে সড়ক দুর্ঘটনা নিহত ১, আহত ৪

জিয়া উদ্দিন : [২] বরগুনার আমতলী- কলাপাড়া- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের ছুরিকাটা সৈকত ফিলিং স্টেশনের সামনে যাত্রীবাহী বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী খলিলুর রহমান (৩৫) নিহত হয়েছেন। এ দূর্ঘটনায় গুরুত্বর আহত ২ জনকে বরিশাল ও অপর ২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

[৩] শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২ টা ১৫ মিনিটের সময় কুয়াকাটা থেকে ছেড়ে আসা বরিশালগামী যাত্রীবাহী ইউনা ক্লাসিক (ঢাকা মেট্রো ব- ১৫-০৩৫৯) একটি বাসটি আমতলী-কলাপাড়া- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের সৈকত ফিলিং স্টেশনে কাছে আসলে সৈকত ফিলিং স্টেশন থেকে একটি মোটর সাইকেল জ্বালানী ভর্তি করে আঞ্চলিক মহাসড়কে উঠতে গেলে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে মোটর সাইকেলটি দুমরে মুচরে যায়। মোটর সাইকেল কলাপাড়ার চম্পাপুরের নসু হাওলাদারের ছেলে খলিলুর রহমান (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়। মোটর সাইকেল ড্রাইভার মিরাজ মুন্সী (৩০) গুরুত্বর আহত হয়।

[৪] বাসটি নিয়ন্ত্রণ হাড়িয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে সামনের অংশ ভেঙে যায়। এতে বাসযাত্রী জুয়েল (৩০), আমির হোসেন (৬০) ও আকলিমা বেগম (৩৬) আহত হয়। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আমতলী হাতপালে আনা হয়। এদের মধ্যে গুরুতর আহত মিরাজ ও জুয়েলকে কর্তব্যরত চিকিৎসক বরিশাল সেবাচিম প্রেরণ করেন।

[৫] আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম হাওলাদার বলেন, ঘটনা স্থল পরিদর্শন করেছি, আহতদের উদ্ধার করে আমতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যু খলিলুর রহমান এর লাশ বরগুনা মর্গে পাঠানো হয়েছে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়