শিরোনাম
◈ ঢাকা মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত ◈ সংকট কাটিয়ে যেভাবে বিএনপির শীর্ষ নেতৃত্বে উঠে এলেন তারেক রহমান ◈ লোভে রাজনৈতিক দলের অস্তিত্ব সংকটে: হাসনাত আবদুল্লাহ’র সমাবেশে হুঁশিয়ারি (ভিডিও) ◈ দেশকে আরও স্বনির্ভর করা সম্ভব: প্রধান উপদেষ্টা ◈ ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা, নাগরিক নজরদারি দণ্ডনীয়—নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশ অনুমোদিত ◈ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ও আশপাশের এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ ◈ সরকারের অবস্থান স্পষ্ট, আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রেস সচিব (ভিডিও) ◈ চূড়ান্ত সিদ্ধান্ত রুমিন ফারহানার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিলেন মনোনয়ন ◈ হাইকোর্টের আদেশে ধাক্কা, আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না ◈ ভার‌তের বিহারে মুসলমান ফেরিওয়ালাকে যেভাবে 'গণপিটুনি' দিয়ে হত্যা করা হলো

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২০, ০৯:৪০ সকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০২০, ০৯:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমতলীতে সড়ক দুর্ঘটনা নিহত ১, আহত ৪

জিয়া উদ্দিন : [২] বরগুনার আমতলী- কলাপাড়া- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের ছুরিকাটা সৈকত ফিলিং স্টেশনের সামনে যাত্রীবাহী বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী খলিলুর রহমান (৩৫) নিহত হয়েছেন। এ দূর্ঘটনায় গুরুত্বর আহত ২ জনকে বরিশাল ও অপর ২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

[৩] শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২ টা ১৫ মিনিটের সময় কুয়াকাটা থেকে ছেড়ে আসা বরিশালগামী যাত্রীবাহী ইউনা ক্লাসিক (ঢাকা মেট্রো ব- ১৫-০৩৫৯) একটি বাসটি আমতলী-কলাপাড়া- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের সৈকত ফিলিং স্টেশনে কাছে আসলে সৈকত ফিলিং স্টেশন থেকে একটি মোটর সাইকেল জ্বালানী ভর্তি করে আঞ্চলিক মহাসড়কে উঠতে গেলে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে মোটর সাইকেলটি দুমরে মুচরে যায়। মোটর সাইকেল কলাপাড়ার চম্পাপুরের নসু হাওলাদারের ছেলে খলিলুর রহমান (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়। মোটর সাইকেল ড্রাইভার মিরাজ মুন্সী (৩০) গুরুত্বর আহত হয়।

[৪] বাসটি নিয়ন্ত্রণ হাড়িয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে সামনের অংশ ভেঙে যায়। এতে বাসযাত্রী জুয়েল (৩০), আমির হোসেন (৬০) ও আকলিমা বেগম (৩৬) আহত হয়। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আমতলী হাতপালে আনা হয়। এদের মধ্যে গুরুতর আহত মিরাজ ও জুয়েলকে কর্তব্যরত চিকিৎসক বরিশাল সেবাচিম প্রেরণ করেন।

[৫] আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম হাওলাদার বলেন, ঘটনা স্থল পরিদর্শন করেছি, আহতদের উদ্ধার করে আমতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যু খলিলুর রহমান এর লাশ বরগুনা মর্গে পাঠানো হয়েছে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়