শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২০, ০৪:৪৯ সকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০২০, ০৪:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তামিম শান্ত ও স্মার্ট একজন ব্যাটসম্যান : বিশ্বকাপ জয়ী পেসার টেইট

স্পোর্টস ডেস্ক : [২] সংখ্যার বিচারে অনেক আগেই দেশের ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটসম্যানে পরিণত হয়েছে বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। শুধু পরিসংখ্যানে নয়, সার্বিক দিক বিবেচনা করেই তামিমকে বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে মানেন অনেক বিশেষজ্ঞ। আর সেই তামিমকে শান্ত ও স্মার্ট একজন ব্যাটসম্যান বলছেন অজি বিশ্বকাপ জয়ী পেসার শন টেইট।

[৩] বিশ্বের অন্যতম সেরা এই ওপেনারের সাথে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা হয়েছে টেইটের। সেই সময় তামিমকে সম্পর্কে জেনেছেন, দেখেছিলেন ব্যাট হাতের তামিমের কারিশমা। আর তাই তার চোখে সে দুর্দান্ত ক্রিকেটার।

[৪] সম্প্রতি অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল ক্রিকফ্রেঞ্জিকে এক সাক্ষাৎকারে টেইট বলেন, “আমি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তামিমের সঙ্গে খেলেছিলাম। সে আসলেই দারুণ একজন ক্রিকেটার। আমি তাঁর সঙ্গ উপভোগ করেছি। তামিমের সঙ্গে পিএসএলে কথা বলেছি। সে অনেক শান্ত এবং স্মার্ট একজন ব্যাটসম্যান যে খেলাটি নিয়ে অনেক ভাবে।”

[৫] প্রসঙ্গত যে, টেইট এক সময় ২২ গজে গতির ঝড় তুলতেন। ব্রেট লির অনুপস্থিতিতে ২০০৭ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত বোলিং করে জিতেছেন শিরোপাও। তবে সময়ের সাথে সাথে ইনজুরির কারণে ফর্ম হারিয়ে দলে ব্রাত্য হয়েছেন। শেষ পর্যন্ত ইনজুরির কাছে হার মেনে সব ধরণের ক্রিকেটকে বিদায় জানালেন শন টেইট।

[৬] অস্ট্রেলিয়ার জার্সিতে ৩টি টেস্ট, ৩৫টি ওয়ানডে ও ২১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২০০৭ বিশ্বকাপ জয়ী টেইট। তিন ফরমেটে তার উইকেট সংখ্যা যথাক্রমে ৫, ৬২, ২৮।
- ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়