শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২০, ০৪:১৮ সকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০২০, ০৪:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিরপুরের মাঠ প্রস্তুত, আগামী সপ্তাহে সেন্ট্রাল উইকেটে তামিমদের অনুশীলন

স্পোর্টস ডেস্ক : [২] শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে লড়তে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। এর আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রায় সপ্তাহখানেক দলগত অনুশীলন করবে দল। যা শুরু হওয়ার কথা রয়েছে ২১ সেপ্টেম্বর।

[৩] দলগত অনুশীলনের আগেও ব্যস্ত আছেন ক্রিকেটাররা। করোনাকালে গত ১৯ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন মুশফিকুর রহিম-মুমিনুল হকরা। একক অনুশীলনের পর্ব শেষে এখন চলছে ছোট ছোট গ্রুপের অনুশীলন।

[৪] করোনাকালে ক্রিকেটীয় কার্যক্রম শুরু এবং পরিচালনার জন্য সব ক্রিকেট বোর্ডকেই গাইডলাইন দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আর সেই গাইডলাইন মেনেই এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।

[৫] ক্রিকেটারদের ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে অনুশীলনের মাঝেই শুরু হয়ে গেছে দলগত অনুশীলনের প্রস্তুতি। সেই লক্ষ্যেই প্রস্তুত করা হচ্ছে মিরপুরের হোম অফ ক্রিকেটের উইকেট। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, আগামী সপ্তাহেই সেন্ট্রাল উইকেটে অনুশীলন শুরু করবেন তামিম-মুশফিকরা।

[৬] মিনহাজুল আবেদীন বলেন, 'আমরা গ্রাউন্ডস কমিটিকে বলেছি আগামী সপ্তাহের মধ্যে সেন্ট্রাল উইকেট প্রস্তুত করতে। কারণ আমরা আগামী সপ্তাহে এখানে অনুশীলন করার পরিকল্পনা করছি। কয়েকটি গ্রুপে ভাগ হয়ে এখানে অনুশীলন করবে ক্রিকেটাররা। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়