শামীম আহমেদ: সরকারি হিসেবে টেস্টের ফলাফল অনুযায়ী সর্বমোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২ হাজার ১৭ জন। র্যাংকিং ১৫। সরকারি হিসেবে টেস্টের ফলাফল অনুযায়ী সর্বমোট মৃত্যুর সংখ্যা ৪ হাজার ৮২ জন। র্যাংকিং ২৯। (আক্রান্ত এবং সুস্থ হবার সাথে এই র্যাংকিং অসামঞ্জস্যপূর্ণ) সরকারি হিসেবে টেস্টের ফলাফল অনুযায়ী সর্বমোট সুস্থ হবার সংখ্যা ১ লাখ ৯০ হাজার ১৮৩ জন। র্যাংকিং ১৭। সরকারি হিসেবে টেস্টের ফলাফল অনুযায়ী এখন পর্যন্ত পজেটিভ কিন্তু সুস্থ হননি। এমন সংখ্যা ১ লাখ ৭ হাজার ৮৮২ জন। র্যাংকিং ৯। প্রতি ১০ লাখে টেস্টের সংখ্যা সরকারি হিসেব অনুযায়ী মাত্র ৯ হাজার ৫ জন। র্যাংকিং ১৫৮। (হতাশাব্যঞ্জক)
২৬ আগস্ট মৃত্যু ৫৪, সম্ভবত একদিনে সর্বোচ্চ। শনাক্তের হার এখনো প্রতি ১০০ জনে ২০ জনের আশেপাশে। শনাক্তের হার ১০০ জনে ৫ জনের বেশি হলেই সেটি আশঙ্কাজনক। অথচ টেস্টের হার কমছে। হাসপাতালে করোনা বেড খালি, এর মানে সেবা উন্নত হয়েছে বা আক্রান্তের হার কমেছে তা নয়, মানুষের হাসপাতালের চিকিৎসায় আস্থা নেই। পরিস্থিতি স্বাভাবিক। ফেসবুক থেকে