অপরাজিতা সংগীতা: ‘নো মিনস নো’- পিংক সিনেমার এই ডায়ালগটা আমাদের অনেকের খুব প্রিয়, তাই না? কিন্তু এটা আমরা মন থেকে ধারণ করি কয়জন? একটা মেয়ে ড্রাংক অবস্থায় রেপড হয়েছে, সে নিজে সেটা ক্লেইম করেছে এবং ঘটনার একজন সাক্ষীও আছে, এরপরও যারা মেয়েটি রেপড হয়নি বলে প্রমাণ করার চেষ্টা করে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন না তুলে উপায় নেই। এই রেপের ঘটনাটি বোঝার জন্য রকেট সায়েন্স বোঝার দরকার হয় না।
ঘটনার পর যেহেতু বেশ কিছুদিন পার হয়ে গেছে জানি না মেয়েটি এখন আইনগত ব্যবস্থা নিতে পারবে কিনা। তবে আমি চাইবো সে আইনগত ব্যবস্থা নিক। আর প্রভা, নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার, ম্যারিটাল রেপের বিরুদ্ধে প্রতিবাদী, ভিক্টিম ব্লেমিয়েএর বিরুদ্ধে কথা বলা প্রভা; সে ইতোমধ্যে যে স্ট্যাটাস দিয়েছে তাতে তার বিরুদ্ধে আনা অনেক অভিযোগই সে খন্ডন করেনি। আবার চ্যাট গ্রুপে যেসব কথা সে বলেছে স্ট্যাটাসে বলেছে তার বিপরীত কথা। এতে করে তার অবস্থান আরও প্রশ্নবিদ্ধ হয়েছে।
আর যারা এই সুযোগে নারীবাদীদের এক হাত দেখে নেবেন বলে ভাবছেন তাদের বলিÑ এক নারীবাদী রেপিস্টকে সহযোগিতা করেছে ধরে নিয়ে সব নারীবাদীদের ধুয়ে দেওয়ার আগে একটু দেখে নিয়েন যে, অন্তত ১০০ জন নারীবাদী এই ঘটনার প্রতিবাদ করেছে। অবশ্য যাদের ‘নারীবাদী’ শব্দ শুনলেই চুলকানি শুরু হয় তাদের এসব বলে লাভ নেই। ফেসবুক থেকে