শিরোনাম
◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী ◈ বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না ◈ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ◈ বিশেষজ্ঞরা চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন: আলী রীয়াজ ◈ শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ করেছেন কর গোয়েন্দারা ◈ যে কারণে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করলেন ◈ মানুষকে কামড়ালে ‘যাবজ্জীবন কারাদণ্ড’ হবে কুকুরের! ◈ ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থিতা অবৈধ: ছয় বছর পর জিএস হতে পারেন রাশেদ খান!

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২০, ০৫:২৮ সকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০২০, ০৫:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেটির কোলে ফুটফুটে কন্যা

ডেস্ক রিপোর্ট : পপ সুপারস্টার কেটি পেরি ও ব্রিটিশ অভিনেতা অরল্যান্ডো ব্লুমের ঘরে এলো একটুকরো চাঁদ! তাদের মেয়ে ডেইজি ডোভ ব্লুম পৃথিবীর আলো দেখেছে। মা ও নবজাতক উভয়ে সুস্থ আছে।বাংলাট্রিবিউন

ডেইজির তুলতুলে হাত ধরে থাকা নিজেদের সাদাকালো একটি ছবি শেয়ার করেছেন অরল্যান্ডো-কেটি। জাতিসংঘের শিশু তহবিল সংস্থা ইউনিসেফের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এটি দেখা গেছে। এর ক্যাপশনে লেখা, ‘ডেইজি ডোভ ব্লুমকে পৃথিবীতে স্বাগত জানাই। আমাদের শুভেচ্ছাদূত কেটি পেরি ও অরল্যান্ডো ব্লুমের নতুন আনন্দকে পরিচয় করিয়ে দিতে পেরে আমরা সম্মানিত।’

ইউনিসেফের মাধ্যমে এক বিবৃতিতে কেটি-অরল্যান্ডো দম্পতি বলেন, ‘আমাদের মেয়ে নিরাপদে জন্মগ্রহণ করেছে এবং তার স্বাস্থ্য ভালো। এটা অনেক আনন্দের। কিন্তু আমরা জানি, আমাদের মতো এমন নির্বিঘ্নে সন্তান জন্মদানের অভিজ্ঞতা সবার হয় না। এক্ষেত্রে আমরা ভাগ্যবান। বিশ্বজুড়ে এখনও স্বাস্থ্যকর্মীদের ঘাটতি বিদ্যমান এবং প্রতি ১১ সেকেন্ডে একজন গর্ভবতী বা নবজাতকের মৃত্যু হয়। অথচ এসবের বেশিরভাগই প্রতিরোধযোগ্য।’

এই দম্পতি আরও বলেন, ‘কোভিড-১৯ প্রাদুর্ভাবের পর থেকে বিশুদ্ধ পানি, সাবান, ভ্যাকসিন ও ওষুধের অভাবে অসংখ্য নবজাতকের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। বাবা-মা হিসেবে আমাদের এটা পীড়া দেয়। কারণ, সংগ্রামরত পিতা-মাতার প্রতি আমরা আগের চেয়ে সহানুভূতিশীল।’

এদিকে মেয়ের জন্মকে স্মরণীয় করে রাখতে নতুন অনুদানের পেজ খুলেছেন কেটি ও অরল্যান্ডো। এখান থেকে সংগৃহীত অর্থ ব্যয় করা হবে নতুন মা ও তাদের সন্তানদের কল্যাণে। তাদের আশা, ‘সবার হৃদয়ে উদারতার ফুল ফুটবে।’

এ বছরের শুরুর দিকে নিজের গাওয়া ‘নেভার ওর্ন হোয়াইট’ গানের মিউজিক ভিডিওতে অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর দেন কেটি পেরি। চার মিনিটের ভিডিওটির শেষ ফ্রেমে নিজের গর্ভাবস্থা দেখান ৩৫ বছর বয়সী এই তারকা। তার নতুন অ্যালবাম ‘স্মাইল’ গত ২১ আগস্ট প্রকাশ হয়।

কেটি পেরি ও অরল্যান্ডো ব্লুম২০১৬ সাল থেকে অরল্যান্ডো ব্লুমের সঙ্গে প্রেম করছেন কেটি পেরি। গত বছরের ভালোবাসা দিবসে আমেরিকার গায়িকার অনামিকায় আংটি পরিয়ে দেন তার এই প্রেমিক। ‘নেভার ওর্ন হোয়াইট’ গানের কথায় আভাস পাওয়া গেছে, শিগগিরই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা চলছে তাদের।
অরল্যান্ডো ব্লুম হবেন কেটি পেরির দ্বিতীয় স্বামী। এর আগে ব্রিটিশ কমেডিয়ান রাসেল ব্র্যান্ডকে ২০১০ সালে ভারতে বিয়ে করেন তিনি। দুই বছর পরই তাদের বিচ্ছেদ হয়।

‘লর্ড অব দ্য রিংস’ ও ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজির তারকা অরল্যান্ডো ব্লুম বাবা হওয়ার স্বাদ আগে একবার পেয়েছেন। অস্ট্রেলিয়ান মডেল মিরান্ডা কারের সঙ্গে সংসারে ফ্লিন নামে নয় বছর বয়সী এক ছেলে আছে তার।

https://www.instagram.com/p/CEYSKzEpWzS/?utm_source=ig_embed

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়