শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২০, ১২:৪২ দুপুর
আপডেট : ২৮ আগস্ট, ২০২০, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর প্রণোদনা উপহার পেলেন ১৮ জন সাংবাদিক

স্বপন দেব: [২] করোনাকালীন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে মৌলভীবাজারের সাংবাদিকদের প্রণোদনা প্রদান করা হয়। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বিতীয় ধাপে ১৮জন সাংবাদিকের মধ্যে এই চেক হস্তান্তর করা হয়েছে।

[৩] জেলা প্রশাসক মীর নাহিদ নাহিদ আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

[৪] সালাহ উদ্দিন ইবনে শিহাবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত।

[৫] এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি অশোক কুমার দাশ, যুগ্ম সম্পাদক মেহেদি হাসান রুমি, দপ্তর সম্পাদক আফরোজ আহমদ, কার্যকরী সদস্য মামুনুর রশীদ মহসীন প্রমুখ।

[৬] অনুষ্ঠান শেষে দ্বিতীয় ধাপে জেলায় কর্মরত ১৮জন সাংবাদিককে প্রধানমন্ত্রীর প্রণোদনা চেক প্রদান করেন অতিথিরা। ইতিপূর্বে প্রথম ধাপে মৌলভীবাজারের প্রিন্ট ও ইলেকট্রিনিক্স মিডিয়ার ১৫জন সাংবাদিককে প্রণোদনা প্রদান করা হয়েছিল।

[৭] অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে নেছার আহমদ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ ও প্রধানমন্ত্রীর ভিশন-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরাণিত করতে সাংবাদিকদের আহবান জানান।

[৮] জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, প্রধানমন্ত্রী করোনাকালীন পরিস্থিতি মোকাবেলার পাশাপশি সব সেক্টরের মানুষের পাশে দাঁড়িয়েছেন। তারই ধারাবাহিকতায় সাংবাদিকদের প্রণোদনা দেয়া হচ্ছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়