লাইজুল ইসলাম : [২] কোভিড-১৯ শনাক্ত করতে এন্টিজেন টেস্ট অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এই টেস্ট কার্যক্রম পরিচালনার জন্য একটি নীতিমালা তৈরি করা হয়েছে। এখন নীতিমালাটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
[৩] স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা গণমাধ্যমকে জানিয়েছেন, অন্টিজেন পরীক্ষা পদ্ধতি কবে নাগাদ শুরু হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে অতিদ্রুত সময়ের মধ্যে শুরু হবে। যেসব এলাকায় কাছাকাছি কোভিড টেস্টের জন্য পিসিআর মেশিন নেই সেখানেই আগে এন্টিজেন টেস্ট শুরু হবে।
[৪] রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের পরিচালক ডা. তাহমিনা শিরিন বলেন, কোভিড নিয়ে বেশ কিছু গবেষণা আমরা চালাচ্ছি। এই গবেষণা শেষ হলে দ্রুত বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। কোন এলাকায় কেমন সংক্রমিত রয়েছে। এটিও বের হয়ে আসবে গবেষণায়। যেসমস্ত এলাকায় বেশি সংক্রমণ সেসব এলাকায় দ্রুত টেস্ট করতে এন্টিজেন পরীক্ষা করা হবে।
[৫] তিনি আরও বলেন, কোথায় এন্টিজেন টেস্ট করা হবে। কিভাবে টেস্ট করা হবে সেই সিদ্ধান্ত হয়নি। সম্পাদনা: বাশার নূরু