শিরোনাম
◈ ইমামকে অনন্য সম্মান দেখালেন তারেক রহমান  ◈ ১৯ দিনে রেমিট্যান্স এল ২৫ হাজার ৯০০ কোটি টাকা ◈ সংবিধান সংস্কারের বিপক্ষে জাপার ‘না’ ভোট দেওয়ার ঘোষণা দিলেন জি এম কাদের ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু প্রচারণা ◈ বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত ◈ জামায়াতের আমিরসহ ৮ নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে ইসি ◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি ◈ আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা (ভিডিও) ◈ জঙ্গল সলিমপুর: চার দশকের দখল, সন্ত্রাস ও রক্তে গড়া ৩০ হাজার কোটি টাকার ‘নিষিদ্ধ ভূখণ্ড’

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২০, ১০:৫৬ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০২০, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সবজির পিকআপে মিললো ৬৩ কেজি গাঁজা, আটক ৩

সুজন কৈরী: [২] রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ৬৩ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গ্রেপ্তার ৩ জন হলেন- মো. রমজান মিয়া (৫০), মো. দিলু মিয়া (৪৮) ও মো. রমজান মিয়া (২০)।

[৩] অভিযানের নেতৃত্বদানকারী গোয়েন্দা তেজগাঁও বিভাগের অবৈধ অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারি পুলিশ কমিশনার মুজিব আহম্মদ পাটওয়ারী বলেন, বুধবার সন্ধ্যায় কদমতলীর মাতুয়াইলে শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটর সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

[৪] তিনি বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী সবজির পিকআপে গাঁজা লুকিয়ে কুমিল্লা থেকে ঢাকায় আনছে- এমন তথ্যে অভিযান চালানো হয়। ওই সময় দেখা যায় তিনজন লোক চটের বস্তা নিয়ে শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটর সামনে দাঁড়িয়ে আছেন, আর একজন ভ্যান ভাড়া করার জন্য ডাকছেন। পুলিশ তাদের দিকে এগিয়ে গেলে তারা দৌঁড়ে পালানোর চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়। এরপর তাদের কাছে থাকা তিনটি চটের বস্তা তল্লাশী করে স্কসটেপে মোড়ানো ৬৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

[৫] তিনি আরও জানান, মাদক ব্যবসায়ীদের প্রথমে যাত্রাবাড়ী মোড়ে আসার কথা ছিল। কিন্তু কৌশল হিসেবে যাত্রাবাড়ীতে না এসে মাতুয়াইলে গাঁজাসহ নেমে যায়। তাদের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা হয়েছে।

[৬] প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকায় বিক্রির জন্য নিয়ে আসেন। কৌশল হিসেবে তারা সবজির পিকআপের মধ্যে গাঁজা লুকিয়ে আনেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়