শিরোনাম
◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা ◈ চূড়ান্তভাবে একীভূত হচ্ছে পাঁচ ব্যাংক, বসছে প্রশাসক ◈ ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ, যা বলছেন ইসি সচিব ◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২০, ১০:৫৬ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০২০, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সবজির পিকআপে মিললো ৬৩ কেজি গাঁজা, আটক ৩

সুজন কৈরী: [২] রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ৬৩ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গ্রেপ্তার ৩ জন হলেন- মো. রমজান মিয়া (৫০), মো. দিলু মিয়া (৪৮) ও মো. রমজান মিয়া (২০)।

[৩] অভিযানের নেতৃত্বদানকারী গোয়েন্দা তেজগাঁও বিভাগের অবৈধ অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারি পুলিশ কমিশনার মুজিব আহম্মদ পাটওয়ারী বলেন, বুধবার সন্ধ্যায় কদমতলীর মাতুয়াইলে শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটর সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

[৪] তিনি বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী সবজির পিকআপে গাঁজা লুকিয়ে কুমিল্লা থেকে ঢাকায় আনছে- এমন তথ্যে অভিযান চালানো হয়। ওই সময় দেখা যায় তিনজন লোক চটের বস্তা নিয়ে শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটর সামনে দাঁড়িয়ে আছেন, আর একজন ভ্যান ভাড়া করার জন্য ডাকছেন। পুলিশ তাদের দিকে এগিয়ে গেলে তারা দৌঁড়ে পালানোর চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়। এরপর তাদের কাছে থাকা তিনটি চটের বস্তা তল্লাশী করে স্কসটেপে মোড়ানো ৬৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

[৫] তিনি আরও জানান, মাদক ব্যবসায়ীদের প্রথমে যাত্রাবাড়ী মোড়ে আসার কথা ছিল। কিন্তু কৌশল হিসেবে যাত্রাবাড়ীতে না এসে মাতুয়াইলে গাঁজাসহ নেমে যায়। তাদের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা হয়েছে।

[৬] প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকায় বিক্রির জন্য নিয়ে আসেন। কৌশল হিসেবে তারা সবজির পিকআপের মধ্যে গাঁজা লুকিয়ে আনেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়