মনিরুজ্জামান সুমন: [২] পারিবারিক ও প্রতিবেশীদের সূত্রেজানা যায়, গতকাল (২৬ আগস্ট) বুধবার সকাল ১১ টার পর থেকে বাক প্রতিবন্ধি আবুল বাশার নিখোঁজ হলে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে এবং মাইকিং করে বাশারের সন্ধান চাই। তবুও তার কোন সন্ধান মেলেনি।
[৩] (২৭ আগস্ট) বৃহস্পতিবার সকালে গ্রামের আব্দুল আলিমের পুকুরে এক যুবক গোসল করতে গিয়ে পুকুরে একটি লাশ ভাসতে দেখে ভয়ে আতকে উঠে পালিয়ে এসে গ্রামে খবর দেয় পুকুরে লাশ ভাসতে।
[৪] সংবাদ পেয়ে বাশারের পরিবারের লোকজনসহ প্রতিবেশীরা পুকুরে গিয়ে দেখে বাশারে লাশ ভাসছে। পরে পরিবারের লোক পুকুর থেকে লাশ উদ্ধার করে বাড়ি আনে। এসময় পরিবারের মাঝে কান্নার রোল বয়ে যায়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
[৫] দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সম্পাদনা: সাদেক আলী