শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২০, ১০:১০ দুপুর
আপডেট : ২৬ আগস্ট, ২০২০, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগৈলঝাড়ায় সরকারি গাছ কাটার অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

এসএম শামীম : [২] জেলার আগৈলঝাড়ায় বন বিভাগের সহযোগীতায় ওয়ার্ড আওয়ামী লীগের নেতা সড়কের গাছ কেটেছে বলে অভিযোগ উঠেছে। ওয়ার্ড আওয়ামী লীগ নেতার দাবি উপজেলা বন বিভাগের নির্দেশে শ্রমিক নিয়ে এই গাছ কাটা হয়েছে।

[৩] স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বাকাল-বাটরা-বাহাদুরপুর সড়কের বাটরা বাজারের দক্ষিণ পার্শ্বের সড়কের বিভিন্ন প্রজাতির ১৫টি গাছ গতকাল বুধবার কেটেছে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তপন সরকারের নেতৃত্বে একাধিক লোকজন। ওই গাছের মূল্য রয়েছে প্রায় লক্ষাধিক টাকা। সরকারি গাছ কাটার পূর্বে গাছের তালিকা তৈরী করে ঊধ্বর্তন কর্মকর্তাদের লিখিত অনুমতি নিয়ে টেন্ডার আহ্বান করার নিয়ম থাকলেও তা করেনি উপজেলা বনবিভাগ।

[৪] টেন্ডার ছাড়া অবৈধভাবে উপজেলা বন কর্মকর্তা মনিন্দ্রনাথ হালদার ওই গাছ কাটার অনুমতি দিয়েছে ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তপন সরকারসহ একাধিক লোকজনকে। তারা গাছ কেটে সড়কের পাশে কিছু গাছ রেখেছে বলে জানা গেছে। এর পূর্বেও বন বিভাগের সহযোগীতায় রথবাড়ি রাস্তার প্রায় দেড়লক্ষ টাকার ৫টি গাছ কেটে নিয়েছে স্থানীয়রা।

[৫] ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তপন সরকার বলেন, সড়ক ভেঙ্গে যাওয়া রোধে এই গাছ উপজেলা বন বিভাগের অনুমতি নিয়ে আমরা কেটেছি। ইউপি চেয়ারম্যানও এই কাছ কাটার ঘটনা জানেন।

[৬] উপজেলা বন কর্মকর্তা মনিন্দ্র নাথ হালদার বলেন, বাটরা বাজারের দক্ষিন পাশে সড়ক গাছের কারনে ভেঙ্গে যায় বলে ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার আমাকে জানান। আমি ওই স্থানে যাওয়ার পূর্বেই স্থানীয়রা কয়েকটি গাছ কেটে ফেলেছে। আমি গিয়ে ওই স্থানের ১৫টি গাছে নম্বর দিয়ে আসি। স্থানীয় তপন সরকারসহ একাধিক লোকজন শ্রমিক নিয়ে ওই গাছ কেটেছে। আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানিয়েছি। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়