শিরোনাম
◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর ◈ জাতির প্রকৃত শক্তি শুধু সম্পদের মধ্যেই নয়: প্রধান উপদেষ্টা ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন শিগগিরই: ট্রাম্প ◈ জুলাই বিপ্লবের পর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাইনি — উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ ক্ষুদ্র ইন্টারনেট অপারেটরদের বাজার থেকে হটাতে ডিডস আক্রমণ চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব ◈ হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে? ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান ◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল ◈ হংকং সি‌ক্সেস ক্রিকে‌টে শ্রীলঙ্কা‌কে ১৪ রা‌নে হারা‌লো বাংলাদেশ

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২০, ১০:১০ দুপুর
আপডেট : ২৬ আগস্ট, ২০২০, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগৈলঝাড়ায় সরকারি গাছ কাটার অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

এসএম শামীম : [২] জেলার আগৈলঝাড়ায় বন বিভাগের সহযোগীতায় ওয়ার্ড আওয়ামী লীগের নেতা সড়কের গাছ কেটেছে বলে অভিযোগ উঠেছে। ওয়ার্ড আওয়ামী লীগ নেতার দাবি উপজেলা বন বিভাগের নির্দেশে শ্রমিক নিয়ে এই গাছ কাটা হয়েছে।

[৩] স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বাকাল-বাটরা-বাহাদুরপুর সড়কের বাটরা বাজারের দক্ষিণ পার্শ্বের সড়কের বিভিন্ন প্রজাতির ১৫টি গাছ গতকাল বুধবার কেটেছে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তপন সরকারের নেতৃত্বে একাধিক লোকজন। ওই গাছের মূল্য রয়েছে প্রায় লক্ষাধিক টাকা। সরকারি গাছ কাটার পূর্বে গাছের তালিকা তৈরী করে ঊধ্বর্তন কর্মকর্তাদের লিখিত অনুমতি নিয়ে টেন্ডার আহ্বান করার নিয়ম থাকলেও তা করেনি উপজেলা বনবিভাগ।

[৪] টেন্ডার ছাড়া অবৈধভাবে উপজেলা বন কর্মকর্তা মনিন্দ্রনাথ হালদার ওই গাছ কাটার অনুমতি দিয়েছে ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তপন সরকারসহ একাধিক লোকজনকে। তারা গাছ কেটে সড়কের পাশে কিছু গাছ রেখেছে বলে জানা গেছে। এর পূর্বেও বন বিভাগের সহযোগীতায় রথবাড়ি রাস্তার প্রায় দেড়লক্ষ টাকার ৫টি গাছ কেটে নিয়েছে স্থানীয়রা।

[৫] ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তপন সরকার বলেন, সড়ক ভেঙ্গে যাওয়া রোধে এই গাছ উপজেলা বন বিভাগের অনুমতি নিয়ে আমরা কেটেছি। ইউপি চেয়ারম্যানও এই কাছ কাটার ঘটনা জানেন।

[৬] উপজেলা বন কর্মকর্তা মনিন্দ্র নাথ হালদার বলেন, বাটরা বাজারের দক্ষিন পাশে সড়ক গাছের কারনে ভেঙ্গে যায় বলে ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার আমাকে জানান। আমি ওই স্থানে যাওয়ার পূর্বেই স্থানীয়রা কয়েকটি গাছ কেটে ফেলেছে। আমি গিয়ে ওই স্থানের ১৫টি গাছে নম্বর দিয়ে আসি। স্থানীয় তপন সরকারসহ একাধিক লোকজন শ্রমিক নিয়ে ওই গাছ কেটেছে। আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানিয়েছি। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়