শিরোনাম
◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২০, ০১:৩৭ রাত
আপডেট : ২৬ আগস্ট, ২০২০, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বৃদ্ধের নিহতের ঘটনায় ৯২ জনের বিরুদ্ধে মামলা, সাজানো নাটক বললেন, আসামিরা

নূর মোহাম্মদ: [২] হবিগঞ্জের নবীগঞ্জে জলমহালের দখলকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় ৭৭ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি জাহিদ সরওয়ার কাজলের বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন।

[৩] আসামি পক্ষের আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান জানান, মাছ ধরাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে ১৬ জুলাই দুইপক্ষের সংঘর্ষ হয়। এতে একজন বয়োবৃদ্ধ মারা যাওয়ার অভিযোগে মামলা হয়। ৬ জন অনুপস্থিত বিধায় জামিন হয়নি।

[৪] স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বশির আহমেদ বলেন, আমরা ১ থেকে ৪ নং আসামি ঘটনার দিন ঢাকায় অবস্থান করা সত্ত্বেও মামলায় জড়ানো হয়েছে। তিনি বলেন, ঘটনার দিন ওসিকে আমি নিজে ফোন করে বলেছি আমাদের লোকজনের উপর নির্যাতন চলছে। পরে পুলিশ গ্রামে গেলে তাদের সামনেই দুইপক্ষের সংঘর্ষ হয়।

[৫] তিনি বলেন, জহির আলী (৯৫) নামের একজন বয়োবৃদ্ধ লোক শয্যাশায়ী ছিল। সংঘর্ষের দুই ঘণ্টা পর জহিরের লাশ ঘর থেকে বের করে বলা হয় আমরা তাকে মেরেছি। মূল বিষয় হলো প্রতিপক্ষের লোকজনই তাকে মেরেছে আমাদের হয়রানী করার জন্য। মামলার পরে আমাদের হাজার হাজার লোক হয়রানীর ভয়ে গ্রামছেড়ে চলে যায়। এই সুযোগে প্রতিপক্ষের লোকজন আমাদের বাড়ি-ঘর লুট করে অগ্নিসংযোগ করেছে। কয়েকজন মহিলার ইজ্জতও নষ্ট করেছে।

[৬] বশির আহমেদ বলেন, শত শত মহিলা থানায় মামলা করতে গেলেও ওসি তা গ্রহণ করেনি। বাধ্য হয়ে কোর্টে একটি মামলা করেছি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়