রাশিদুল ইসলাম : [২] সোমবার রাত ৯টায় বালিয়া জেলায় নিজের গ্রামেই খুন হন ৪২ বছরের সাংবাদিক রতন সিং। পুলিশ জানিয়েছে, একটি বেসরকারি টিভি চ্যানেলের রিপোর্টার হিসেবে কাজ করতেন রতন। টাইমস অব ইন্ডিয়া
[৩] পুলিশের দাবি, সম্পত্তি নিয়ে বিবাদের কারণেই এই খুন। যদিও মৃতের পরিবার পুলিশের এই দাবি অস্বীকার করেছে। অভিযোগ পুলিশ মিথ্যা ঘটনা সাজাচ্ছে। ঘটনার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
[৪] আজমগঞ্জ রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সুভাষ দুবে বলেছেন, রতন সিং ও তার আত্মীয়দের মধ্যে দীর্ঘদিন ধরেই জমিজায়গার দখল নিয়ে বিবাদ চলছিল। অভিযুক্তরা তার গ্রামের বাড়ির কাছে একটি প্রাচির তুললে রতন তা ভেঙে দেন। এ নিয়ে তার সঙ্গে বচসা হয় অভিযুক্তদের। হাতাহাতির পর্যায়ে গেলে রতন সেখান থেকে পালাতে চেষ্টা করেন। তার পিছু নেয় অভিযুক্তরা। পিছন থেকেই পর পর গুলি চালায় তারা। রক্তাক্ত লুটিয়ে পড়ের রতন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
[৫] রতনের বাবার দাবি পারিবারিক বিবাদ ছিল ঠিকই, তবে সেই বিবাদের কারণে রতনকে খুন করা হয়নি। এর পিছনে অন্য কোনও ষড়যন্ত্র রয়েছে। গোটা ঘটনাকেই ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশ।
[৬] সাংবাদিক খুনের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতের পরিবারকে ১০ লাখ টাকা দেওয়ার ঘোষণাও করেছেন তিনি।