শিরোনাম
◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক ◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২০, ০৮:৩৯ সকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২০, ০৮:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গুড নেইবারস’র প্রতিষ্ঠাবার্ষিকী, কোভিড-১৯ মহামারিতে কার্যক্রমের প্রশংসা

মনিরুল ইসলাম: [২] নানা আয়োজনে ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে শিশু অধিকার নিয়ে কর্মরত আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস, বাংলাদেশ। এ উপলক্ষে করোনা পরিস্থিতির কারণে অনলাইন আলোচনা ছাড়াও সীমিত আকারে কেক কাটা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কারোনাকাল শেষে আগামী বছর বর্ণাঢ্য রজত জয়ন্তী অনুষ্ঠান আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

[৩] আজ ২৪ আগষ্ট সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের ম্যানেজার রাজিয়া সুলতানার সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর অনলাইন অনুষ্ঠানে সকলকে স্বাগত জানান গুড নেইবারস’র কান্ট্রি ডিরেক্টর এম মাঈনউদ্দিন মইনুল।

[৪] অনলাইন আলোচনায় অংশ নেন ইউনিসেফ-এর চাইল্ড প্রোটেকশন স্পেশালিস্ট গডফ্রে ব্রাক্সটন ওকোট, অস্ট্রেলিয়ান হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি কেভিন গোহ, ওর্য়াল্ড ফুড প্রোগ্রামের সিনিয়র প্রোগ্রাম অফিসার সিদ্দিকুল ইসলাম খান, শিশু অধিকার ফোরামের পরিচালক আব্দুস শহিদ মাহমুদ, গুড নেইবারসের পরিচালক ডা. নাজনীন আক্তার, স্ক্যান সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুকুল, ঢাকা আহছানিয়া মিশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর নাকির, ব্রাক লার্নিং ডিভিশনের এজিএম সোহেল সোবাহান চেীধুরী, বাংলালিংক মো. মোকলেসুর রহমান, আপন ফাউন্ডেশন মো. আফতাব-উজ-জামান, সাংবাদিক নিখিল চন্দ্র ভদ্র, বোচাগঞ্জ সমবায় সমিতির সাবিনা ইয়াসমিন এবং গুড নেইবারসের আনন্দ কুমার দাস, ফ্রান্সিস মন্ডল ও বার্টিন গোমেজ।

[৫] অনুষ্ঠানে বক্তারা গুড নেইবারস বাংলাদেশকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানান। তারা বলেন, এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন পার্টনারদের সাথে সুসম্পর্ক বজায় রেখে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। বিশেষ করে করোনা মহামারীর মাঝেও সংগঠনটি যেভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা প্রশংসার দাবিদার। এ দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সংগঠনটি আরো বেশী ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

[৬] উল্লেখ্য, গুড নেইবারস একটি আর্ন্তজাতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। ১৯৯৬ সালের ১৮ আগষ্ট গুড নেইবারস বাংলাদেশ কার্যক্রম শুরু করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়