শিরোনাম
◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে ◈ ছাত্র সংসদ নির্বাচনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিএনপি ◈ প্রথমবারের মতো জাপানের রাজনৈতিক দলের নেতা হবে AI ◈ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২০, ১০:৩১ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০২০, ১০:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খালেদা জিয়াকে ২১ আগস্ট গ্রেনেড মামলায় হুকুমের আসামি করা হোক : তথ্যমন্ত্রী

সমীরণ রায়: [২] ড. হাছান মাহমুদ আরও বলেন, ১৫ আগস্ট ও ২১ আগস্টের ঘটনা একই সূত্রে গাঁথা। জিয়াউর রহমান হত্যার রাজনীতি বেছে নিয়েছিলেন, সে পথেই হাটছেন খালেদা জিয়া। খালেদার হুকুমে তারেক রহমানের নির্দেশে ২১ আগস্টের ঘটনা ঘটে।

[৩] আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি খুনের রাজনীতির ওপর প্রতিষ্ঠিত দল। জিয়াউর রহমান বঙ্গবন্ধুসহ পুরো পরিবারকে হত্যা করতে ৭৫’র ১৫ আগস্টের ঘটনা ঘটান। দেশবিরোধীদের মূল্যায়ন, বিরোধীমতকে দমন আর চৌকস মেধাবী অফিসারদের হত্যার মাধ্যমে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করেন।

[৪] তিনি বলেন, খালেদা জিয়াও হত্যার রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেননি। নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখতে ২১ আগস্টে তারেক রহমানকে দিয়ে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে বোমা হামলা চালান।

[৫] হাছান মাহমুদ বলেন, ২১ আগস্টের নীলনকশা আগেই করা ছিল। আমরা মুক্তাঙ্গনে সমাবেশের অনুমতি চেয়েছিলাম দেয়া হয়নি, কারণ সেখানে বোমা হামলা করা যেতো না। বঙ্গবন্ধু এভিনিউতে অনুমতি দেয়া হলো। কিন্তু বড় বিল্ডিংয়ের ছাদে আমাদের নেতাকর্মীদের উঠতে দেয়া হয়নি। এ হামলার পর প্রতিবাদ জানানো হলে পুলিশ লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। সকল আলামত নষ্ট করা হয় সরকারের নির্দেশে।

[৬] রোববার জাতীয় প্রেসক্লাবে আইভি রহমান পরিষদ আয়োজিত আইভি রহমানের ১৬তম মৃত্যবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়