শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২০, ০৩:৫১ রাত
আপডেট : ২৩ আগস্ট, ২০২০, ০৩:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফিটনেস প্রশিক্ষণের মধ্য দিয়ে যুবাদের আবাসিক ক্যাম্প আজ শুরু

নিজস্ব প্রতিবেদক : [২] বাংলাদেশ অনূর্ধ্ব -১৯ ক্রিকেট দলের আবাসিক ক্যাম্প রোববার ফিটনেস প্রশিক্ষণের মধ্য দিয়ে শুরু হবে। আবাসিক ক্যাম্পটি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে হবে।

[৩] চার সপ্তাহের এই ক্যাম্পে ৪৫ জন খেলোয়াড় তিনটি গ্রুপে-এ, বি এবং সি’ বিভক্ত হয়ে অংশ নেবে। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট ম্যানেজার এইএম কাওসার। সেই সঙ্গে তিনি এও নিশ্চিত করেন কোচ নাভিদ নেওয়াজ এবং রিচার্ড স্টনিয়ার সহ সকল কোচিং স্টাফকে এই ক্যাম্পে পাওয়া যাবে না।

[৪] এইএম কাওসার বলেন, আমরা ক্যাম্প শুরু করার জন্য সমস্ত প্রক্রিয়া শেষ করেছি। সকল খেলোয়াড় এবং কোচিং এবং সাপোর্ট কর্মীরা বিকেএসপিতে রয়েছেন। আশা করি রোববার থেকে আমরা আমাদের পরিকল্পিত ক্যাম্পটি শুরু করতে পারব।

[৫] নাভিদ নেওয়াজ এবং রিচার্ড স্টানিয়ার সহ বিদেশী কোচ এবং সকল কোচিং স্টাফদের পাওয়া গেলে আরও ভাল হত। তবে আপনি জানেন যে আমরা এখন একটি নতুন পরিস্থিতিতে রয়েছি যার জন্য অনেক দেশ জনগণের জন্য ভ্রমণ বিধিনিষেধ আরোপ করেছে। তারাও বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করছে। আমাদের স্থানীয় কোচিং সাভারের চার সপ্তাহব্যাপী ক্যাম্পে খেলোয়াড়দের কাজ এবং গাইড করবে।

[৬] বিদেশী কোচিং স্টাফদের অনুপস্থিতিতে দেশীয় কোচরা থাকছেন ক্যাম্পটির তত্ত্বাবধানে। মেহরাব হোসেন অপি, তালহা জুবায়ের এবং মোহাম্মদ সালেমসহ স্থানীয় কোচিং স্টাফরা প্রশিক্ষণ ক্যাম্পে যুবাদের তদারকি করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়