সমীরণ রায়: [২] জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি আরও বলেন, ধর্মভিত্তিক সাম্প্রদায়িক জঙ্গিবাদী পাকিস্তানপন্থার রাজনীতি বাংলাদেশের জন্য একটি স্থায়ী বিপদ। এই রাজনীতিকে পরাজিত করে সামাজিক শান্তি অর্জন করতে হবে। পাশাপাশি দুর্নীতি-লুটপাট-বৈষম্যের বিরুদ্ধে সুশাসন ও সমাজতন্ত্রের সংগ্রাম এগিয়ে নিতে হবে। দুর্নীতি-লুটপাট-বৈষম্যে ক্ষতবিক্ষত-বিপর্যস্থ জনগণের কান্না ও দীর্ঘশ্বাস দূর করে সামাজিক শান্তি ও প্রগতি অর্জনই এখন দেশপ্রেমিক রাজনৈতিক শক্তির মূল কর্তব্য।
[৪] শনিবার জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে সদ্যপ্রয়াত মুক্তিযোদ্ধা কমান্ডার ও দলের নেতা অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকতের শোক সভায় তিনি এসব কথা বলেন।
[৫] এতে আরও বক্তব্য রাখেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার, মীর হোসাইন আখতার, নুরুল আখতার, সফি উদ্দিন মোল্লা প্রমুখ। সম্পাদনা : খালিদ আহমেদ