শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০, ০৯:৩৯ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২০, ০৯:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হোসেনপুরে কোভিড পরীক্ষার কথা বলে চাচা-ভাতিজি অপহরণের পর মুক্তি

আশরাফ আহমেদ: [২] কিশোরগঞ্জের হোসেনপুরে স্বাস্থ্য বিভাগের লোক পরিচয়ে পিপিই ও মাস্ক পরিহিত অবস্থায় করোনার ভ্যাকসিন দেয়ার কথা বলে এক পঞ্চম শ্রেণির ছাত্রীকে বাড়ি থেকে জোরপূর্বক উঠিয়ে নিচ্ছিল চার অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি।এ সময় ওই কিশোরীর চাচা এগিয়ে গিয়ে ভাতিজিকে রক্ষা করতে গেলে তাকেও অস্ত্রের মুখে এ্যাম্বুলেন্সে তুলে অজানা গন্তব্যে নিয়ে যাওয়া হয়।

[৩] আশপাশের লোকজন ও এলাকাবাসী কিছু বুঝে ওঠার আগেই ফিল্মি কায়দায় চাচা-ভাতিজিকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। ঘটনার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আটটার দিকে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পৌর এলাকার আড়াইবাড়িয়া গ্রামে এ অভিনব ও চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

[৪] তবে, ওই ছাত্রীটির চাচার সঙ্গে থাকা মোবাইলের সূত্র ধরে তথ্য প্রযুক্তির আশ্রয় নিয়ে রাত ১০ টার দিকে ভৈরবে টাওয়ার লোকেশন পায়।

[৫] আর এ সূত্র ধরে পুলিশ অনুসন্ধান অব্যাহত থাকা অবস্থায় শুক্রবার বিকাল ৪ টার দিকে ওই অপহৃত শিক্ষার্থী ও তার চাচা মুক্তি পেয়ে বাড়িতে এসে পৌঁছে বুকফাটা কান্নায় ভেঙে পড়ে। এ সময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

[৬] এ সময় তারা জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার কোনো এক নির্জন ঘরের ভেতর আঁটকে রেখে মুক্তিপণের জন্য তাদের নির্যাতন করা হয়। পরে মুক্তিপণ পাওয়া যাবে না ভেবে তাদের শুক্রবার (২১ আগস্ট) দুপুরে মুক্তি দেয় অপহরণকারী দল।

[৭] সরেজমিন পরিদর্শনকালে স্বজন ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত আটটার দিকে একটি সাদা রঙের এ্যাম্বুলেন্স যোগে চারজন অজ্ঞাত পরিচয়ের লোক এসে আড়াইবাড়িয়া গ্রামের সদর রাস্তার পাশে অবস্থিত রিকশা শ্রমিক দ্বীষ ইসলামের বাড়িতে হানা দেয়।

[৮] হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোনাহর আলী নেতৃত্বে ৯ সদস্য টিম নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর কাজীপাড়া সহ বিভিন্ন এলাকা থেকে আন্ত অপহরণচক্রের চারজন সদস্যকে আটক করে।

[৯] আটককৃতরা হলো, ১। অ্যাম্বুলেন্সের ড্রাইভার শাহেদ ভূঁইয়া (৪২) পিতা-মৃত যুলহাস মিয়া, ২। রাজন মিয়া (৩৫) পিতা বাসির মিয়া,৩। আরিফ মাহমুদ (৩৫) পিতা-মৃত শুকুর ৪। বশির আহমেদ (৪৫) পিতা সাইদুর রহমান। এ সময় ওদের সাথে থাকা ১ পিস্তল, ১টিএম্বুলেন্স, একটি মোটরসাইকেল, দুইটি চাকু, একটি বেলচা উদ্ধার করা হয়।

[১০] এ ব্যাপারে হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোনাহর আলী ঘটনার সত্যতা নিশ্চিত জানান, মুক্তি পাওয়া অপহৃতদের তথ্যমতে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নানা কৌশলে অপহরণকারীদের কে গ্রেফতার করতে সক্ষম হন। থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করে অপহরণের রহস্য উদঘাটন এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়