শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০, ০৩:২৩ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২০, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভালুকা ও নান্দাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-৮

আবুল বাশার, ভালুকা প্রতিনিধি : [২] ময়মনসিংহের ভালুকা উপজেলায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ময়মনসিংহের ভালুকায় সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৫জন’সহ ৬জন নিহত হয়েছে।

[৩] শনিবার (২২ আগষ্ট) সকাল পৌনে ৯টার সময় ভালুকা পৌরসভা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা সরকারি কলেজের সামনে ইউটার্ন নেওয়ার সময় একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো খ-১৫-০১৫৯) ইমাম পরিবহনের একটি যাত্রিবাহী বাসের (ঢাকা মেট্টো ব- ১২-০৭৩৩) নিচে চাপা পরে ধুমড়েমুচড়ে যায়।

[৪] প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এতে প্রাইভেটকারের ভিতরেই চাপা পরে একই পরিবারের ৫ জনসহ ৬জন নিহত হন। নিহতদের মধ্যে গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার রাজেন্দ্রপুর জদ্দরপুর পূর্ব ক্যান্টনম্যান্ট এলাকার আঃ করিমের স্ত্রী হাসিনা (৩০), হযরত আলীর মেয়ে নাজমা বেগম (২৬), নিহত হাসিনার ছেলে স্কুল ছাত্র হাসিবুল ইসলাম (৮), মৃত আঃ মান্নানের স্ত্রী নিহত হাসিনার মা জান্নাতী (৬০), ত্রিশাল উপজেলার দরিরামপুর মেদারপাড়া ৮নংওয়ার্ড এলাকার আঃ সালামের ছেলে মোঃ বিল্লাল হোসেন (৪৫) এবং প্রাইভেটকারের চালক গাজীপুর, জয়দেবপুর, রাজেন্দ্রপুর জদ্দরপুর পূর্ব ক্যান্টনম্যান্ট এলাকার মোহাম্মদ আলীর ছেলে মনির (৫০) নিহত হয়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস, ভালুকা মডেল থানা পুলিশ ও ভরাডোবা হাইওয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে।।

[৫] ভরাডোবা হাইওয়ে পুলিশের এস আই হাদিউল ইসলাম জানান, নিহতদের লাশ উদ্ধার করে ভরাডোবা হাইওয়ে ফাঁড়িতে রাখা হয়েছে। পরিবারের লোকজনের বিনাময়না তদন্তে লাশ দাফনের আবেদনের প্রেক্ষিতে লাশগুলো তাদের কাছে হস্তান্তর করা হবে।

[৬] পরদিকে, নান্দাইল উপজেলার যশোরা এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।নিহত দুই ব্যক্তি গরু ব্যবসায়ী। তাদের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া এলাকায়। কুড়িগ্রামের রৌমারী উপজেলা থকে গরু কিনে ট্রাকে তারা বাড়ি ফিরছিলেন। এরা হলেন— সাইদুল (৪২) ও মোস্তাকিম (২০)।

[৭] নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদ বলেন, সকাল ৬টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে বিকল হয়ে থেমে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। দুজনের মধ্যে একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় আরেকজনকে ময়মনিসংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়