মিনহাজুল আবেদীন: [২] শুক্রবার চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা এ কথা বলেন। তবে চীন নিয়ন্ত্রিত কোম্পানির মাধ্যমে এই গণহারে কোভিড পরীক্ষায় অঞ্চলটির কতসংখ্যক মানুষ অংশ নেবেন তা সঠিকভাবে জানানো হয়নি। রয়টার্স
[৩] জানা গেছে, ১ সেপ্টেম্বর থেকে স্বেচ্ছায় গণহারে এ কোভিড পরীক্ষা শুরু করা হবে। দুই সপ্তাহ ধরে এটি চলবে। এএফপি
[৪] স্বাস্থ্যমন্ত্রী সোফিয়া চ্যান জানিয়েছেন, এ পরীক্ষায় ৫০ লাখ মানুষ অংশ নেবেন। এখন হংকংয়ে বিদেশি ঢুকতে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিদেশ থেকে ফেরত ব্যক্তিদের বাধ্যতামূলক কোভিড-১৯ পরীক্ষা করে, ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ফলে হংকংয়ের বাসিন্দারা এখন স্বাভাবিক জীবন-যাপন করছেন। এসআইএস
[৫] তথ্যমতে, চীনের এ অঞ্চলে এখন পর্যন্ত ৪ হাজার ৬৩২ জনের শরীরে কোভিড শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৭৫ জন। পার্সটুডে