শিরোনাম
◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি (ভিডিওি) ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২০, ০৯:৪৯ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২০, ০৯:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেনীতে কালভার্টের শ্লেভ ভেঙে ২০ হাজার লোকের দূর্ভোগ

শাহজালাল ভূঞা : [২] ফেনীতে একটি কালভার্টের শ্লেভ ভেঙ্গে যাওয়ায় গত দুই মাস থেকে এলাকার প্রায় ২০ লোককে প্রতিনিয়ত দূর্ভোগ পোহাতে হচ্ছে। এ কালভার্টটি ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের ফেনী-সোনাগাজী সড়কের বালুয়া চৌমুহনী বাজার থেকে কুঠিরহাট হয়ে তাকিয়া বাজার সড়কের তেলী বাড়ী এলাক্য়া অবস্থিত।

[৩] স্থানীয় লোকজন জানায়, বালুয়া চৌমুহনী বাজার থেকে কুঠিরহাট হয়ে তাকিয়া বাজার সড়কের গজারিয়া খালের পাড়ে এ সড়কের তেলী বাড়ী সংলগ্ন এলাকায় অবস্থিত কালভার্টটির ওপরের শ্লেভের বড় একটি অংশ গত প্রায় দুই মাস আগে ভেঙ্গে যায়। ফলে ওই সড়ক দিয়ে চলাচলকারী লোকজনকে চরম দুর্ভোগে পড়তে হয়।

[৪] এ সড়ক দিয়ে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের লোকজন ছাড়াও সোনাগাজী উপজেলা চর মজিলিশপুর ও বগাদানা ইউনিয়নের অন্তত ১০টি গ্রামের স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকুরীজীবি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন বালুয়া চৌমুহনী হয়ে ফেনী শহর এবং সোনাগাজী উপজেলা সদরে যাতায়ত করে থাকে। শ্লেভ ভেঙ্গে যাওয়ায় প্রথমে ওই সড়কে যোগাযোগ সম্পূর্ন বন্ধ হয়ে যায়। পরে স্থানীয়রা উদ্যোগ নিয়ে দুটি পুরানো কাঠের তক্তা ওই ভাঙ্গ স্থানের ওপর বসিয়ে দেয়। এতে পথচারী পারাপার ছাড়াও সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারী চালিত রিকশা চলাচল করা শুরু হয়। তবে ওই ভাঙ্গা অংশে কাঠের তক্তা দেওয়া এক মূখী চলাচলের ব্যবস্থা হয়। ফলে একটি অটোরিকশা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটি তখন দাঁড়িয়ে থাকতে হয়।

[৫] ভোক্তভোগীরা জানান, কালভার্টের শ্লেভ ভেঙ্গে যাওয়ায় তাঁরা এখন বিকল্প পথে বেশী ভাড়া দিয়ে মালামাল পরিবহন করতে হয়। কালভার্টের ভাঙ্গা অংশে তারা পুরনো কাঠের তক্তা দিলেও সেটার ওপর দিয়ে চলাচল করতে ভয় হয়। যে কোনো সময়ে সময় ভেঙ্গে যাত্রীসহ নীচে পড়ে যায়। ভাঙ্গা শ্লেভটি মেরামতের জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়েছে।

[৬] স্থানীয় ধলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার আহম্মদ জানান, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) এ সড়কে গত কয়েক বছরে একাধিক বার সংস্কার, মেরামত ও উন্নয়ন কাজ করেছে। কিন্তু তেলী বাড়ীর পাশের এ কালভার্টটি অনেক পুরোনো। এটি সংস্কার মেরামত হয়নি। কালভার্টের শ্লেভ ভেঙ্গে যাওয়ার পর তিনি সেটি দেখেছেন। শ্লেভটি পুনঃস্থাপনের জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এলজিএসপি প্রকল্প গ্রহণ করে উপজেলায় জমা দেওয়া হয়েছে। বরাদ্ধ পেলেই কাজ করা হবে।

[৭] ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা জানান, চলতি বছরের বাজেট এখনো পাওয়া যায়নি। স্থানীয় ইউপি চেয়ারম্যনের সাথে পরামর্শ করে কালভার্টের শ্লেভটি দ্রুত পুনঃনির্মানের মাধ্যমে এলাকাবাসীর দ্রুত চলাচলের ব্যবস্থা করা হবে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়