শিরোনাম
◈ বিএনপি সরকার গঠন করলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার আশা করি: জি-২৪ ঘণ্টাকে শেখ হাসিনা ◈ রমজানে মক্কা–মদিনায় তারাবিহ হবে ১০ রাকাত, সিদ্ধান্ত সৌদি কর্তৃপক্ষের ◈ বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত জামায়াত নেতা রেজাউল করিমের মৃত্যু ◈ তারেক রহমানের প্রত্যাবর্তন: রাজনীতি, বিতর্ক ও ‘নতুন বাংলাদেশ’-এর প্রত্যাশা ◈ ভারতীয় অপতথ্যের ফাঁদে বাংলাদেশ, উদ্বেগজনক হারে বাড়ছে ভুয়া খবর ◈ চুক্তিতে না এলে আগের চেয়েও ভয়াবহ হামলা: ইরানকে ট্রাম্পের নতুন হুমকি ◈ এবার চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেল শিশু, চলছে উদ্ধার কাজ (ভিডিও) ◈ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: টিকিট নিশ্চিত করল বাংলাদেশ ◈ ১৪ বছর পর ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট, টিকিট কেনার হিড়িকে দ্বিতীয় ট্রিপেরও ৮০ শতাংশ বুকিং ◈ খেলাপি ঋণ কমাতে কঠোর পদক্ষেপ: নাম-ছবি প্রকাশ ও ভ্রমণ নিষেধাজ্ঞার দাবি

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ০৯:৪৯ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ০৯:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তামিম-সাকিবদের ব্যাটিং পরামর্শক হচ্ছেন ম্যাকমিলান!

নিজস্ব প্রতিবেদক: [২] অনেকদিন ধরেই টেস্টের জন্যে আলাদা ব্যাটিং পরামর্শক খুঁজছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি সংক্ষিপ্ত ফরম্যাটগুলোতে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করা নেইল ম্যাকেঞ্জিকেও টেস্ট পরামর্শক হিসেবে নিয়োগ দিতে চেয়েছিল বিসিবি।

[৩] কিন্তু এই দক্ষিণ আফ্রিকান রাজি না থাকায় নিউজিল্যান্ডের ক্রেইগ ম্যাকমিলানের সাথে স্বল্প সময়ের চুক্তির কথা ভাবছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা।

[৪] অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের আগে ম্যাকেঞ্জিকে পরামর্শক হিসেবে পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বোর্ড। যদি এবারই রাজি না হন তাহলে তামিম-সাকিবদের সাদা পোশাকের ব্যাটিং গুরু হতে পারেন ম্যাকমিলান।

[৫] এই বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, “তার (ম্যাকেঞ্জি) শ্রীলঙ্কায় যাওয়ার সম্ভাবনা ফিফটি-ফিফটি। আমরা তাকে বোঝানোর চেষ্টা করছি কিন্তু সে আগ্রহী বলে মনে হচ্ছেনা। আর এরকম কিছু হলে আমাদের বিকল্প খুঁজতে হবে।”

[৬] “কিন্তু তার বিকল্প পরামর্শকের নিয়োগ হবে স্বল্প মেয়াদের। আমরা কয়েকজন প্রার্থীর সাথে কথা বলছি। তাদের মধ্যে ক্রেইগ ম্যাকমিলানও একজন। তবে এখনো কিছুই চূড়ান্ত হয়নি। আমরা আশা করছি শীঘ্রয়ই বিষয়টি সমাধান হবে।” যোগ করেন তিনি।

[৭] প্রসঙ্গত যে, নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ক্রেইগ ম্যাকমিলান ৫৫ টেস্ট, ১৯৭ ওয়ানডে ও ৮ টি টি-টোয়েন্টি খেলেছেন। তিন ফরম্যাটে যথাক্রমে ৩১১৬, ৪৭০৭ ও ১৮৭ রান করেছেন। এছাড়া নিউজিল্যান্ডের ব্যাটিং পরামর্শক হিসেবে ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপের ফাইনাল খেলে কিউইরা। গত বছর বিশ্বকাপ পর সেই দায়িত্ব ছেড়েছেন ৪৩ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়