সমীরণ রায়: [২] ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সব শহীদদের আত্মার রুহের মাগফেরাত কামনা করে দোয়া-আলোচনা সভা ও গণভোজের আয়োজন করা হয়। এতে প্রায় ১২’শ অসহায় পথশিশু-ছিন্নমুল মানুষ ও দলীয় নেতাকর্মী অংশ নেয়।
[৩] বুধবার যাত্রাবাড়ি থানা ছাত্রলীগ, ঢাকা মহানগর দক্ষিণের দোয়া-আলোচনা সভা ও গণভোজে উপস্থিত ছিলেন ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল, ঢাকা মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, যাত্রাবাড়ি থানা ছাত্রলীগের সভাপতি মো. আতিকুর রহমান খান, ৬৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি তানজিলুর রহমান রাজিব, ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম, সাধারণ সম্পাদক রায়হান জামিল রিপন, সমাজ সেবক মো. রুহুল আমিন মোল্লা, কৃষক লীগের ঢাকা মহানগর দক্ষিণের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ অপু, আওয়ামী লীগ নেতা হানিফ তালুকদার, মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মো. সোহেল খান প্রমুখ।