স্পোর্টস ডেস্ক: [২] গত ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের হয়ে দুইবার বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক ক্রিকেটকে বিদায় বলার পর ক্রিকেট পাড়ায় চলছে আক্ষেপ। অন্যদের মত তা মেনে নিতে পারছেন না সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার।
[৩] ইএসপিএন এর সাথে অনলাইন আলাপে শোয়েব জোর দিয়ে বলেন, ধোনিকে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত খেলাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করতে।
[৪] এই পেসার মনে করেন, নরেন্দ্র মোদীর অনুরোধে অবসর ভাঙবেন ধোনি। কারণ প্রধানমন্ত্রীকে না বলতে পারবেন না তিনি।
[৫] ধোনির অবসর ভাঙাতে ৪৫ বছর বয়সী এই গতি তারকা বলেন, “আমার মনে হয় ধোনির টি-২০ ক্রিকেট খেলা উচিত ছিল। ও তো ফিট। তা হলে টি-২০ বিশ্বকাপ খেলবে না কেন! তবে সিদ্ধান্ত একেবারে ধোনির। আমরা জোর করতে পারি না ওকে। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একবার ধোনির সঙ্গে কথা বলা উচিত। একবার ওকে ২০২১ বিশ্বকাপ পর্যন্ত খেলার জন্য বলতে পারেন মোদীজি।
[৬] যদিও ধোনির আর নতুন করে কিছু অর্জন করার নেই। রাঁচি থেকে উঠে আসা একজন ক্রিকেটার হিসাবে ও অনেক কিছুই দিয়েছে দেশকে। বিশ্ব ক্রিকেটে ধোনি মানে আলাদা একটা আবেগ, ভালবাসা।” যোগ করেন শোয়েব।
[৭] পাকিস্তানের ইমরান খানের উদাহরণ দিয়ে শোয়েব আরও বলেন, “জিয়াউল হক ১৯৮৭ সালে ইমরান খানকে ডেকে ক্রিকেট না ছাড়ার অনুরোধ করেছিলেন। ইমরান খান তাঁর অনুরোধ রাখেন।’ আমার মনে হয় নরেন্দ্র মোদীর অনুরোধে অবসর ভাঙতে পারেন ধোনি।
-ইএসপিএন