শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ০২:০৭ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নরেন্দ্র মোদীর অনুরোধে অবসর ভাঙতে পারেন ধোনি: শোয়েব আক্তার

স্পোর্টস ডেস্ক: [২] গত ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের হয়ে দুইবার বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক ক্রিকেটকে বিদায় বলার পর ক্রিকেট পাড়ায় চলছে আক্ষেপ। অন্যদের মত তা মেনে নিতে পারছেন না সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার।

[৩] ইএসপিএন এর সাথে অনলাইন আলাপে শোয়েব জোর দিয়ে বলেন, ধোনিকে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত খেলাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করতে।

[৪] এই পেসার মনে করেন, নরেন্দ্র মোদীর অনুরোধে অবসর ভাঙবেন ধোনি। কারণ প্রধানমন্ত্রীকে না বলতে পারবেন না তিনি।

[৫] ধোনির অবসর ভাঙাতে ৪৫ বছর বয়সী এই গতি তারকা বলেন, “আমার মনে হয় ধোনির টি-২০ ক্রিকেট খেলা উচিত ছিল। ও তো ফিট। তা হলে টি-২০ বিশ্বকাপ খেলবে না কেন! তবে সিদ্ধান্ত একেবারে ধোনির। আমরা জোর করতে পারি না ওকে। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একবার ধোনির সঙ্গে কথা বলা উচিত। একবার ওকে ২০২১ বিশ্বকাপ পর্যন্ত খেলার জন্য বলতে পারেন মোদীজি।

[৬] যদিও ধোনির আর নতুন করে কিছু অর্জন করার নেই। রাঁচি থেকে উঠে আসা একজন ক্রিকেটার হিসাবে ও অনেক কিছুই দিয়েছে দেশকে। বিশ্ব ক্রিকেটে ধোনি মানে আলাদা একটা আবেগ, ভালবাসা।” যোগ করেন শোয়েব।

[৭] পাকিস্তানের ইমরান খানের উদাহরণ দিয়ে শোয়েব আরও বলেন, “জিয়াউল হক ১৯৮৭ সালে ইমরান খানকে ডেকে ক্রিকেট না ছাড়ার অনুরোধ করেছিলেন। ইমরান খান তাঁর অনুরোধ রাখেন।’ আমার মনে হয় নরেন্দ্র মোদীর অনুরোধে অবসর ভাঙতে পারেন ধোনি।
-ইএসপিএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়