শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ০৪:৪৬ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ০৪:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীলংকা সফরে বিসিবির খরচ হবে ৫ কোটি টাকা

এল আর বাদল : [২] জাতীয় দলের পনের ক্রিকেটার আর কোচিং স্টাফের সঙ্গে শ্রীলংকা সফরে যুক্ত হচ্ছে হাইফপারফরমেন্স টিম আর কোচিং স্টাফ। সব মিলিয়ে ৭০ জনের বহর। দেশের কোভিড -১৯ মহামারীর মধ্যে এই বহর নিয়ে শ্রীলংকা সফরে গেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রায় পাঁচ কোটি টাকা খরচ হতে পারে।

[৩] এই কঠিন সময়ে জো রুটদের খেলার সুযোগ করে দিতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকেও (ইসিবি) ব্যয় করতে হচ্ছে বিশাল অর্থ। দেশের ক্রিকেটের স্বার্থে বিসিবিকেও শ্রীলংকা সফরের জন্য বড় অঙ্কের টাকা খরচ করতে হচ্ছে।

[৪] আগামী ২৩ সেপ্টেম্বর তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে কলম্বোর উদ্দেশে ঢাকা ছাড়বে টাইগাররা। লংকার বিমানে ওঠার আগে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের তিনবার করোনা টেস্ট করাতে হবে। আইসিসির ‘বায়ো সিকিউরিটি’ প্রক্রিয়া অনুসরণ করে সিরিজ আয়োজন করতে হলে ক্রিকেটার এবং কোচিং স্টাফদের রাখতে হবে আবাসিক হোটেলে। প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে চার্টার্ড প্লেনে ক্রিকেটারদের কলম্বোয় নিতে হবে।

[৫] শ্রীলংকার রাজধানী কলম্বোয় পৌঁছার পর তামিম-মুমিনুলদের বাধ্যতামূলক করোনা টেস্ট করাতে হবে। সিরিজ শুরুর আগেও করোনা টেস্ট করাতে হতে পারে। সফরে গিয়ে কোনো ক্রিকেটার যদি আক্রান্ত হয়ে পড়েন সেই আশঙ্কা আর প্রস্তুতিমূলক কিছু ম্যাচ খেলার জন্যই জাতীয় দলের সঙ্গে হাই পারফরমেন্স (এইচপি) ক্রিকেটারদের নেয়া হবে শ্রীলংকায়। সব মিলে ৬৫ থেকে ৭০ জনের একটি দল লংকা সফরে যাবে। সিরিজ শুরুর আগে ২১ দিনের ক্যাম্প করবে টাইগাররা। দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী ক্যাম্পের ব্যয় বহন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

[৬] কলম্বোর পাঁচতারকা হোটেলে প্রতিদিন সিঙ্গেল রুমের জন্য ১৫০ ডলার ভাড়া হিসেবে ৭০ জনের ২১ দিনে খরচ হবে এক কোটি ৮৩ লাখ। এছাড়া ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের দৈনিক খরচ, স্থানীয় যাতায়াত, মাঠ ভাড়াসহ শ্রীলংকায় ৪৫ দিনের সফরে বিসিবির খরচ হতে পারে চার থেকে পাঁচ কোটি টাকা। বিসিবি সূত্র এ তথ্য জানিয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়