দেলোয়ার হোসাইন : [২] চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ওজনে কম দিয়ে বিক্রয় করা গ্যাস সিলিন্ডার সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
[৩] মঙ্গলবার (১৮ আগষ্ট) দুপুরে চট্টগ্রাম- কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া পৌরসভা ২নং ওয়ার্ডস্থ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম।
[৪] এ সময়ে তিনি বলেন, অভিযোগকারীদে সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় এতে কযেকটি গ্যাস ভর্তি পিক-আপ জব্দ করা হয়। জব্দকৃত গ্যাস সিলিন্ডার ওজন পরিমাপে প্রায় এক কেজি করে কম রয়েছে বলে জানান।
[৫] গ্যাস সিলিন্ডারে জালিয়াতি করায় সরবরাহকারী সেলিম নামে রাউজানের গশ্চি নয়াহাট এলাকার এক ব্যক্তিকে ভোক্তা অধিকার আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সম্পাদনা: সাদেক আলী