সোহেল রানা, মৌলভীবাজার প্রতিনিধি : [২] জেলার কমলগঞ্জের ধলই চা বাগান টানা ২১ দিন বন্ধ থাকার পর সোমবার (১৭ আগস্ট) বিকালে ৪টায় মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ এম এ শহীদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়।
[৩] বেঠকের সিদ্ধান্ত অনুযায়ী ২৭ জুলাই সন্ধ্যায় দেওয়া ঘোষনাপত্র প্রত্যাহার করে বুধবার থেকে ধলই চা বাগান খুলে দেওয়ার কথা । চা শ্রমিকদের দাবির মুখে বিতর্কিত ব্যবস্থ্াপককে অপসারণ করে প্রদান কার্যালয়ে সংযুক্ত করা। এ সিদ্ধান্তের পর ও সোমবার রাতের আঁধারে ধলই চা বাগান কোম্পানী বিতর্কিত ব্যবস্থাপক আমিনুল ইসলাম ধলই চা বাগানে অনুপ্রবেশ করিয়েছেন।
[৪] প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে ধলই চা বাগানের সহস্রাধিক চা শ্রমিক বাগান কারখানা ও হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শণ করছে। ধলই চা বাগানে চা শ্রমিকদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
[৫] ধলই চা বাগান কোম্পানীর এজিএম খালেদ খান মুঠোফোনে মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের বলেন,বৈঠকে চা বাগান খোলার সিদ্ধান্ত হয়েছিল তাই বুধবার থেকে চা বাগান খোলার নোটিশ দেওয়া হয়েছে। আর ব্যবস্থাপকের বাসস্থান ধলই চা বাগানে তাই তিনি এখানে থেকে প্রধান কার্যালয়ে সংযুক্ত থাকবেন। এর চেয়ে বেশ কিছু তিনি বলতে রাজি হননি।
[৬] কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, সোমবার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার থেকে ধলই চা বাগান খুলবে। তবে ধলই চা বাগানে রাতের আঁধারে ব্যবস্থাপকের প্রবেশের বিষয়টি তিনি চা শ্রমিকদের কাছ থেকে শুনেছেন।
[৭] এর প্রতিবাদে এন যে, ধলই চা বাগানে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে ও ব্যবস্থাপকের বিষয়ে তিনি জেলা প্রশাসকের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহন করবেন বলেও জানান। সম্পাদনা: জেরিন আহমেদ