শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০, ১০:১৩ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২০, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহী ও চাঁপাইয়ে করোনায় আরও চারজনের মৃত্যু

মঈন উদ্দীন: [২] এর মধ্যে রাজশাহীতেই মারা গেছেন তিনজন। আর চাঁপাইনবাবগঞ্জে মৃত্যু হয়েছে একজনের। সোমবার তারা মারা যান। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা; গোপেন্দ্রনাথ আচার্য্য।

[৩] তিনি জানান, বিভাগে এখন মোট মৃত্যুর সংখ্যা ২১২ জন। এর মধ্যে সর্বোচ্চ ১৩৩ জন মারা গেছেন বগুড়ায়। এর বাইরে রাজশাহী জেলায় ৩৫ জন, চাঁপাইনবাবগঞ্জে ১১ জন, নওগাঁয় ১৫ জন, নাটোরে দুইজন, জয়পুরহাটে ছয়জন, সিরাজগঞ্জে ১১ জন এবং পাবনায় ৯ জন করোনা রোগী মারা গেছেন।

[৪] সোমববার বিভাগে নতুন ২১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে রাজশাহীতে ৪৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ২১ জন, নওগাঁয় একজন, নাটোরে ৫৭ জন, জয়পুরহাটে একজন, বগুড়ায় ৬৫ জন, সিরাজগঞ্জে ১৪ জন এবং পাবনায় ১৯ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

[৫] রাজশাহী বিভাগের আটটি জেলায় এ পর্যন্ত ১৫ হাজার ৯৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১০ হাজার ৫৫৭ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। এখন ১ হাজার ৬৫৪ জন হাসপাতালে চিকিৎসাধীন।

[৬] আর আক্রান্ত বাকিরা আছেন হোম আইসোলেশনে। এ পর্যন্ত সর্বোচ্চ ৫ হাজার ৮৯৭ জন আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন বগুড়ায়। দ্বিতীয় অবস্থানে থাকা রাজশাহীতে শনাক্ত হয়েছেন ৪ হাজার ১১০ জন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ৬১৮ জন, নওগাঁয় এক হাজার ৫৬ জন, নাটোরে ৭২৫, জয়পুরহাটে ৮৬০, সিরাজগঞ্জে ১ হাজার ৭৬০ জন এবং পাবনায় ৯১৬ জন শনাক্ত হয়েছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়