শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০, ০৬:৫১ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২০, ০৬:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অসুস্থতা অনুভব করায় সাহেদকে বঙ্গবন্ধু মেডিকেলে নেয়া হয়েছে

ইসমাঈল ইমু : [২] অসুস্থ্যতা অনুভব করা দাবি করায় বিএসএমএমইউতে শারিরীক পরিক্ষার জন্য নেয়া হয়েছে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদকে, চিকিৎসকরা সুস্থ্ বললে তাকে দুদকে দ্বিতীয় দিনের রিমান্ডে আনা হবে

[৩] মঙ্গলবার (১৮ আগস্ট) দ্বিতীয় দিনের মতো রিমান্ডে তাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে আনার পথে বুকে ব্যাথা বোধ করলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেয়া হয়৷

[৪] এ বিষয়ে বিএসএমএমইউয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন বলেন, সকাল সাড়ে নয়টার দিকে মো. সাহেদকে আনা হয়েছে ৷ তিনি বর্তমানে কার্ডিওলজির জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন ৷ তার ইসিজি রিপোর্ট ভালো৷ আরো কিছু পরীক্ষা করা হবে৷ তিনি বলেন, এর আগে সোমবার দিবাগত রাতেও মো. সাহেদকে এখানে নিয়ে আসা হয়েছিল৷

[৫] সোমবার (১৭ আগস্ট) অর্থ আত্মসাতের মামলায় দুদক কার্যালয়ে প্রথম দিনের মতো জিজ্ঞাসাবাদ করা হয় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমকে৷ সোমবার সকাল ১১টার কিছু পরে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে সাহেদকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আনা হয়। এর পর দুদকের উপপরিচালক শাহজাহান মিরাজের নেতৃত্বে একটি দল তাকে ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়