শিরোনাম
◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ে  প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত ◈  কমবে তাপমাত্রা, মে মাসেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা ◈ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলতে পারবেন না ইমরান ও বুশরা ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০, ০৯:৪৬ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২০, ০৯:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনার কারণে বড় ধরনের মন্দায় জাপানের অর্থনীতি

ডেস্ক রিপোর্ট : করোনা ভাইরাস মহামারির মধ্যে জাপানের অর্থনীতি সবচেয়ে দ্রুত গতিতে সংকুচিত হয়েছে। চলতি বছরের এপ্রিল-জুন সময়ে আগের প্রান্তিকের চেয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে মোট দেশজ উত্পাদন ৭ দশমিক ৮ শতাংশ হারে কমেছে, যা আগের বছরের একই প্রান্তিকের চেয়ে ২৭ দশমিক ৮ শতাংশ কম।ইত্তেফাক

মহামারির আগে থেকেই জাপান নিম্ন অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে লড়ছিল। এর মধ্যে সোমবারের প্রকাশিত তথ্য বিশ্ব জুড়ে দেশগুলো যে মারাত্মক আর্থিক সংকটের মুখে রয়েছে তাই জোরালোভাবে মনে করিয়ে দিচ্ছে। পরপর দুই প্রান্তিকে অর্থনৈতিক সংকোচনের ফলে মার্চ শেষেই জাপানের অর্থনীতি মন্দায় নিমজ্জিত হয়। হালনাগাদ তথ্য অনুযায়ী, এপ্রিল-জুন প্রান্তিকে অর্থনীতির আকার যতটুকু কমেছে, তা ১৯৮০ সালে তুলনামূলক পরিসংখ্যান চালুর পর থেকে সর্বোচ্চ সংকোচন। সেই সঙ্গে এটা বিশ্লেষকদের প্রত্যাশার চেয়েও কিছুটা বেশি।

জাপানের অর্থনীতিতে অর্ধেকের বেশি অবদান রাখা অভ্যন্তরীণ ভোগ খাতে মারাত্মক হ্রাসই এই মন্দা পরিস্থিতির অন্যতম প্রধান কারণ। তাছাড়া মহামারিতে বিশ্ববাণিজ্য বিপর্যস্ত হওয়ায় রপ্তানি খাতেও ধস নেমেছে। হালনাগাদ পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, পরপর তিন প্রান্তিকে অর্থনীতিতে নেতিবাচক প্রবৃদ্ধি জাপানে ১৯৫৫ সালের পর আর দেখা যায়নি। টাইফুন হাগিবিসের বিপর্যয়ের সঙ্গে বিক্রয় কর ১০ শতাংশ বৃদ্ধির প্রভাব মোকাবিলায় জেরবার জাপানের অর্থনীতির ওপর আরো মন্দা পরিস্থিতি বাড়তি চাপ তৈরি করেছে। সর্বোচ্চ মাত্রায় সংকোচনের পরও অনেক বিশ্লেষকের আশা, সামনের মাসগুলোতে জাপানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘুরে দাঁড়াবে।

মহামারির ধাক্কা সামলে উঠতে প্রধানমন্ত্রী শিনজো আবে বিস্তৃত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন শুরু করেছেন। গত মে মাসে জাপান জরুরি অবস্থা প্রত্যাহার করে নিলেও সম্প্রতি সংক্রমণ যে হারে বাড়ছে তাতে ব্যবসায় ও পারিবারিক ব্যয় আবারও ক্ষতিগ্রস্ত হবে বলে উদ্বেগ রয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি প্রতিবেশী দেশ চীনেও আশা দেখা যাচ্ছে। দেশটির অর্থনীতি এপ্রিল-জুন সময়ে ৩ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ঘুরে দাঁড়িয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়