মিনহাজুল আবেদীন : [২] সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ কথা বলেন।
[৩] ৬টি দেশে বাংলাদেশের বাণিজ্যিক মিশনে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মাশিয়াল কাউন্সেলর, প্রথম সচিব এবং বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জন্য এই ইন-হাউজ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জেল হোসেন মিয়া। সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. জাফর উদ্দীন। স্বাগত বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওবায়দুল আজম। বাংলানিউজ
[৪] জানা গেছে, সম্প্রতি দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস, মিয়ানমার, ইরান, চীন এবং বেলজিয়াম অবস্থিত বাণিজ্যিক মিশনে প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে এসব কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়। জাগোনিউজ
[৫] কমার্শিয়াল উইং-এ নবনিযুক্ত কর্মকর্তারা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের কয়েকজন প্রতিভাবান কর্মকর্তা ১৪ দিনের ইন-হাউজ প্রশিক্ষণে বাংলাদেশের অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য, রপ্তানি নীতি, আমদানি নীতি, বৈদেশিক বাণিজ্য চুক্তির বিধিবিধান বিষয়ে জ্ঞান লাভ করবেন।