মোঃ ইউসুফ মিয়া : [২] জ্বালানী তেলের ওজনে কারচুপী করায় রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযানে একটি পেট্রোল পাম্পকে জরিমানা করা হয়েছে।
[৩] গতকাল ১৭ই আগস্ট রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে রাজবাড়ী শহরের মুরগীর ফার্ম এলাকার ‘কাজী ফিলিং স্টেশন’ নামক পেট্রোল পাম্পে প্রতি ৫ লিটার পেট্রোলে ১০০ মিঃ লিঃ ও প্রতি ৫ লিটার অকটেনে ১২০ মিঃ লিঃ করে পরিমাণে কম দেয়ায় তাদেরকে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ৪৬ ধারায় ৩০ হাজার টাকা অর্থদন্ড (জরিমানা) করা হয়। বিএসটিআই’র ফরিদপুর কার্যালয়ের ইন্সপেক্টর আলেয়া খাতুন ও পুলিশের একটি দল মোবাইল কোর্টকে সহায়তা করেন।
[৪] এছাড়াও ওজনের কারচুপী রুখতে রাজবাড়ী বাজার ও পুলিশ লাইন্স নতুন বাজারের মাছ, মাংস ও সবজির বাজারে একই মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।