শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ০৬:৫৪ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ০৬:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধু আমাকে বলেছিলেন, মারদেকায় ভালো খেলিস দেশের ইজ্জত রাখিস : সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক: [২] জাতীয় শোক দিবসে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করে। পরে সাংবাদিকদের সঙ্গে বঙ্গবন্ধু এবং শেখ কামালকে নিয়ে কথা বলেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন।

[৩] বঙ্গবন্ধু পরিবার এভাবে ঘাতকের হাতে মৃত্যুবরণ করবেন তা স্বপ্নেও ভাবেননি সালাহউদ্দিন। তিনি বলেন, আমার সঙ্গে বঙ্গবন্ধুর শেষ কথা হয়েছিল ১৯৭৫ সালের ৮ আগস্ট। আমরা মালয়েশিয়ায় মারদেকা ফুটবলে খেলতে যাবো, তখন বলা হলো বঙ্গবন্ধুর সঙ্গে ফটোসেশন আছে উনার বাড়িতে। আমরা ছবি তুলতে গেলাম।

[৪] বঙ্গবন্ধু আমাকে বললেন ভালো খেলিস, দেশের মান ইজ্জত রাখিস। আমি বললাম ঠিক আছে চাচা। বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ক্রীড়াঙ্গনের অনেকেরই। তার মধ্যে অন্যতম ছিলেন এই সাবেক তারকা ফুটবলার। বিশেষ করে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের সঙ্গে সালাহউদ্দিনের ঘনিষ্ঠতার কথা ক্রীড়াঙ্গনে সবার জানা। সালাহউদ্দিন বললেন, আমরা মারদেকা ফুটবলে খেলতে যাওয়ার সময় সেখানে কামালেরও যাওয়ার কথা ছিল। কিন্তু কামাল সাংগঠনিক কাজের কারণে পরে আমাদের সঙ্গে যোগ দেওয়ার কথা।

[৫] আমাকে বললো আমাদের মিটিং আছে আমি পরে যাব। কিন্তু তার আগেই ১৫ আগস্ট তিনি ঘাতকের হাতে মৃত্যুবরণ করেন। ওটাই ছিল আমার সঙ্গে কামালের শেষ কথা।

[৬] সালাহউদ্দিন আরো বলেন, যখনই কেউ বিদেশে যেতো, তখনই কামাল ফুটবল দলের জন্য জার্সি আনার অনুরোধ করতেন। আপনারা জানেন, বঙ্গবন্ধুর পরিবারের সবাই খেলাধুলা প্রিয়। এখন দেখবেন যখনই ছেলেরা মেয়েরা কোনো রেজাল্ট করলে প্রধানমন্ত্রী বাসায় ডেকে নিয়ে টাকা পয়সা দেন, সংবর্ধনা দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়