শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ০৬:৫৪ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ০৬:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধু আমাকে বলেছিলেন, মারদেকায় ভালো খেলিস দেশের ইজ্জত রাখিস : সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক: [২] জাতীয় শোক দিবসে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করে। পরে সাংবাদিকদের সঙ্গে বঙ্গবন্ধু এবং শেখ কামালকে নিয়ে কথা বলেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন।

[৩] বঙ্গবন্ধু পরিবার এভাবে ঘাতকের হাতে মৃত্যুবরণ করবেন তা স্বপ্নেও ভাবেননি সালাহউদ্দিন। তিনি বলেন, আমার সঙ্গে বঙ্গবন্ধুর শেষ কথা হয়েছিল ১৯৭৫ সালের ৮ আগস্ট। আমরা মালয়েশিয়ায় মারদেকা ফুটবলে খেলতে যাবো, তখন বলা হলো বঙ্গবন্ধুর সঙ্গে ফটোসেশন আছে উনার বাড়িতে। আমরা ছবি তুলতে গেলাম।

[৪] বঙ্গবন্ধু আমাকে বললেন ভালো খেলিস, দেশের মান ইজ্জত রাখিস। আমি বললাম ঠিক আছে চাচা। বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ক্রীড়াঙ্গনের অনেকেরই। তার মধ্যে অন্যতম ছিলেন এই সাবেক তারকা ফুটবলার। বিশেষ করে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের সঙ্গে সালাহউদ্দিনের ঘনিষ্ঠতার কথা ক্রীড়াঙ্গনে সবার জানা। সালাহউদ্দিন বললেন, আমরা মারদেকা ফুটবলে খেলতে যাওয়ার সময় সেখানে কামালেরও যাওয়ার কথা ছিল। কিন্তু কামাল সাংগঠনিক কাজের কারণে পরে আমাদের সঙ্গে যোগ দেওয়ার কথা।

[৫] আমাকে বললো আমাদের মিটিং আছে আমি পরে যাব। কিন্তু তার আগেই ১৫ আগস্ট তিনি ঘাতকের হাতে মৃত্যুবরণ করেন। ওটাই ছিল আমার সঙ্গে কামালের শেষ কথা।

[৬] সালাহউদ্দিন আরো বলেন, যখনই কেউ বিদেশে যেতো, তখনই কামাল ফুটবল দলের জন্য জার্সি আনার অনুরোধ করতেন। আপনারা জানেন, বঙ্গবন্ধুর পরিবারের সবাই খেলাধুলা প্রিয়। এখন দেখবেন যখনই ছেলেরা মেয়েরা কোনো রেজাল্ট করলে প্রধানমন্ত্রী বাসায় ডেকে নিয়ে টাকা পয়সা দেন, সংবর্ধনা দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়