শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ০৩:০১ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনলাইন বিশ্ব দাবা অলিম্পিয়াড ড্র করল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : [২] বিশ্ব দাবা সংস্থার (ফিদে) আয়োজনে অনলাইন বিশ্ব দাবা অলিম্পিয়াডের ডিভিশন-২,পুল এ- এর সপ্তম, অষ্টম ও নবম রাউন্ডের খেলা আজ (রোববার) বাংলাদেশ সময় দুপুর ২-০০ টা হতে বিকাল ৪-০০ (চার) টা পর্যন্ত সময়ে অনুষ্ঠিত হয়।

[৩] আজ অনুষ্ঠিত সপ্তম রাউন্ডের খেলায় বাংলাদেশ ৩-৩ গেম পয়েন্টে তুর্কমেনিস্তানের সাথে ড্র করে। তুর্কমেনিস্তানের সাথে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ফিদে মাস্টার নুরমামিদভ আজাতকে মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা তুর্কমেনিস্তানের মহিলা ফিদে মাস্টার মেকানোভা আনাগোজেলকে পরাজিত করেন।

[৪] গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ আন্তর্জাতিক মাস্টার আতাভায়ে ইউসুফের সাথে ও গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান আতাভায়েভ সাফারমিরাতের সাথে ড্র করেন।

[৫] অন্য দু’টি বোর্ডে আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ও আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন যথাক্রমে তুর্কমেনিস্তানের মহিলা ফিদে মাস্টার অভিজদুরদিয়েভা জেমাল ও মহিলা ফিদে মাস্টার হালিয়েভা বাহারের কাছে হেরে যান।

[৬] অষ্টম রাউন্ডের খেলায় বাংলাদেশ ১.৫-৪.৫ গেম পয়েন্টে হেরে যান। ফিলিপাইনের সাথে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান গ্র্যান্ড মাস্টার লাইলো দারউইনকে পরাজিত করেন ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান কনসিও মাইকেল জুনিয়রের সাথে ড্র করেন।

[৭] গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, মহিলা ক্যান্ডিডেট মাস্টার শারমীন সামিহা সিম্মী ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা যথাক্রমে ফিলিপাইনের গ্র্যান্ড মাস্টার মার্ক প্যারাগুয়ে, মহিলা গ্র্যান্ড মাস্টার ফ্রাইয়েনা জানেলি মেই, মহিলা আন্তর্জাতিক মাস্টার গালাস বারনাদেতি ও সান দিয়াগো জেরলিন মাইয়ের কাছে কাছে হেরে যান।

[৮] নবম বা শেষ রাউন্ডে বাংলাদেশ ইন্দোনেশিয়ার কাছে ০.৫-৫.৫ গেমে পয়েন্টে হেরে যায়। শেষ রাউন্ডে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ইন্দোনেশিয়ার ক্যান্ডিডেট মাস্টার আরফান আদিত্য বাগুসের সাথে ড্র করেন। গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার, ফিদে মাস্টার মো: তৈয়বুর রহমান সুমন, মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা, মহিলা ক্যান্ডিডেট মাস্টার সামিহা শারমীন সিম্মী ও মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম যথাক্রমে ইন্দোনেশিয়ার গ্র্যান্ড মাস্টার মেগারত্ন সুসান্ত, আন্তর্জাতিক মাস্টার প্রিয়াসমোরো নবেন্দ্রা, আন্তর্জাতিক মাস্টার সুকান্দার আইরিন কারিশমা, আন্তর্জাতিক মাস্টার আউলিয়া মেদিনা ওয়ারদা ও মহিলা আন্তর্জাতিক মাস্টার উম্মে ফিসাবিল্লাহ’র কাছে হেরে যান। বাংলদেশ দল ৯ খেলায় ৩ ম্যাচ পয়েন্ট ও ১৭ গেম পয়েন্টে অর্জন করে নবম স্থান পায়। রাউন্ড-রবীন লিগ পদ্ধতিতে পুল ’এ’ খেলা অনুষ্ঠিত হয় এবং ১০ টি দেশ অংশগ্রহণ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়