ডেস্ক রিপোর্ট : [২] এমন পরিস্থিতিতে টিকিট কালোবাজারি হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
[৩] যাত্রীদের অভিযোগ, ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু টিকিট না পাওয়ায় ভোগান্তিতে পড়ছেন তারা। এ ব্যাপারে বিমান কর্মকর্তাদের কাছ থেকে কোনও সহযোগিতা পাননি বলেও অভিযোগ করা হচ্ছে। টিকিটের জন্য ট্রাভেল এজেন্সির কাছে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিমান কর্তৃপক্ষ।
[৪] রএছাড়া স্বাভাবিক সময়ের চেয়ে কয়েকগুণ বেশি দামে টিকিট বিক্রি হচ্ছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে বিমান অফিস জানায়, যাত্রীদের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে ঢাকায় পাঠানো হচ্ছে। দ্রæত সমস্যার সমাধান হবে। বিশেষ ফ্লাইটের মাধ্যমে কর্মস্থলে পাঠানোর জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন যাত্রীরা। সূত্র : ডিবিসি টিভি অনলাইন