শিরোনাম
◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার ◈ এআই মানবীকে মন্ত্রী বানিয়ে দিল বিশ্বের প্রথম দেশ আলবেনিয়া! ◈ জাকসুর নবনির্বাচিত ভিপি কে এই আবদুর রশিদ জিতু ◈ কলকাতায় সাইনবোর্ডে বাংলায় নাম লেখা বাধ্যতামূলক, না মানলে ট্রেড লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মেয়রের

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২০, ০৬:১৭ সকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২০, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিমানবন্দর উন্নয়ন ও নিরাপত্তা ফি কার্যকর, উড়োজাহাজে ভ্রমণে খরচ বৃদ্ধি

লাইজুল ইসলাম : [২] দেশ-বিদেশে কোথাও গেলেই যাত্রীদের গুনতে হবে বিমানবন্দর নিরাপত্তা ও উন্নয়ন ফি। গত জুলাইয়ে এসংক্রান্ত আদেশ জারি করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। রবিবার (১৬ আগস্ট) থেকে বিমানবন্দর ব্যবহার করে উড়োজাহাজে কোথাও গেলেই যাত্রীদের ফি গুনতে হবে। উড়োজাহাজের টিকিটের সঙ্গে এই ফি কেটে নেওয়া হবে।

[৩] আগে থেকে যাঁরা ১৬ আগস্টের টিকিট এরই মধ্যে কেটে রেখেছেন, তাঁদেরও এই ফি পরিশোধ করতে হয়েছে। সার্কভ‚ক্ত দেশের ক্ষেত্রে যাত্রীপ্রতি পাঁচ ডলার বিমানবন্দর উন্নয়ন ফি এবং ছয় ডলার যাত্রী নিরাপত্তা ফিসহ মোট ১১ ডলার আরোপ করেছে। সার্কভুক্ত দেশগুলো ছাড়া অন্যান্য দেশের ক্ষেত্রে বিমানবন্দর উন্নয়ন ফি ১০ ডলার এবং নিরাপত্তা ফি ১০ ডলারসহ মোট ২০ ডলার দিতে হবে। আর অভ্যন্তরীণ পথে চলাচলকারীদের প্রতি টিকিটের জন্য উন্নয়ন ফি দিতে হবে ১০০ টাকা ও নিরাপত্তা ফি ৭০ টাকা। অর্থাৎ অভ্যন্তরীণ পথের যাত্রীদের খরচ বাড়ল ১৭০ টাকা।

[৪] বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানোর জন্যই মূলত এ ফি আরোপ করা হয়েছে। এ টাকা দিয়ে বিমানবন্দরের উন্নয়ন করা হবে।

[৫] ইউএস বাংলার জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, যেহেতু এয়ারলাইন্সগুলো যাত্রী সংকটে ভুগছে। তাই বর্তমান অবস্থায় এয়ারলাইনস ও যাত্রী উভয়ের উপরই একটা বাড়তি চাপ এই ফি।

[৬] তিনি বলেন, অনেক দেশেই এমন ফি দিতে হচ্ছে। এটা কোনো সমস্যা না। তবে বর্তমান সময়টা অতিরিক্ত যেকোনো চার্জই যাত্রীদের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে।

[৭] বেবিচক চেয়ারম্যান বলেন, উন্নয়ন ও নিরাপত্তা ফি ফেব্রæয়ারিতে ধার্য করার কথা ছিলো। কিন্তু কোভিডের কারণে হয়নি। আর এখন আমরা বিশাল আর্থিক ক্ষতির মুখে আছি। আমাদের বড় ধরণের উন্নয়ন কাজ চলছে। তাই এখন ধার্য করা যুক্তিযুক্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়