শিরোনাম
◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ ডার্পা প্রযুক্তি : যেভাবে তারবিহীন বিদ্যুৎ আবিষ্কার করে অবাক করলো বিশ্বকে (ভিডিও) ◈ নির্বাচন নিয়ে আবার সন্দেহ, অনিশ্চয়তার কথা কেন আসছে? ◈ মর‌ক্কোর স‌ঙ্গে প্রী‌তি ম্যাচ খেল‌তে চায় বাংলাদেশ, ক্রীড়া উপদেষ্টার প্রস্তাব

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২০, ০৬:১৭ সকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২০, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিমানবন্দর উন্নয়ন ও নিরাপত্তা ফি কার্যকর, উড়োজাহাজে ভ্রমণে খরচ বৃদ্ধি

লাইজুল ইসলাম : [২] দেশ-বিদেশে কোথাও গেলেই যাত্রীদের গুনতে হবে বিমানবন্দর নিরাপত্তা ও উন্নয়ন ফি। গত জুলাইয়ে এসংক্রান্ত আদেশ জারি করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। রবিবার (১৬ আগস্ট) থেকে বিমানবন্দর ব্যবহার করে উড়োজাহাজে কোথাও গেলেই যাত্রীদের ফি গুনতে হবে। উড়োজাহাজের টিকিটের সঙ্গে এই ফি কেটে নেওয়া হবে।

[৩] আগে থেকে যাঁরা ১৬ আগস্টের টিকিট এরই মধ্যে কেটে রেখেছেন, তাঁদেরও এই ফি পরিশোধ করতে হয়েছে। সার্কভ‚ক্ত দেশের ক্ষেত্রে যাত্রীপ্রতি পাঁচ ডলার বিমানবন্দর উন্নয়ন ফি এবং ছয় ডলার যাত্রী নিরাপত্তা ফিসহ মোট ১১ ডলার আরোপ করেছে। সার্কভুক্ত দেশগুলো ছাড়া অন্যান্য দেশের ক্ষেত্রে বিমানবন্দর উন্নয়ন ফি ১০ ডলার এবং নিরাপত্তা ফি ১০ ডলারসহ মোট ২০ ডলার দিতে হবে। আর অভ্যন্তরীণ পথে চলাচলকারীদের প্রতি টিকিটের জন্য উন্নয়ন ফি দিতে হবে ১০০ টাকা ও নিরাপত্তা ফি ৭০ টাকা। অর্থাৎ অভ্যন্তরীণ পথের যাত্রীদের খরচ বাড়ল ১৭০ টাকা।

[৪] বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানোর জন্যই মূলত এ ফি আরোপ করা হয়েছে। এ টাকা দিয়ে বিমানবন্দরের উন্নয়ন করা হবে।

[৫] ইউএস বাংলার জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, যেহেতু এয়ারলাইন্সগুলো যাত্রী সংকটে ভুগছে। তাই বর্তমান অবস্থায় এয়ারলাইনস ও যাত্রী উভয়ের উপরই একটা বাড়তি চাপ এই ফি।

[৬] তিনি বলেন, অনেক দেশেই এমন ফি দিতে হচ্ছে। এটা কোনো সমস্যা না। তবে বর্তমান সময়টা অতিরিক্ত যেকোনো চার্জই যাত্রীদের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে।

[৭] বেবিচক চেয়ারম্যান বলেন, উন্নয়ন ও নিরাপত্তা ফি ফেব্রæয়ারিতে ধার্য করার কথা ছিলো। কিন্তু কোভিডের কারণে হয়নি। আর এখন আমরা বিশাল আর্থিক ক্ষতির মুখে আছি। আমাদের বড় ধরণের উন্নয়ন কাজ চলছে। তাই এখন ধার্য করা যুক্তিযুক্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়