শরীফ শাওন: [২] বিজ্ঞান জাদুঘরের উদ্যোগে আগারগাঁও এলাকায় ২টি এতিমখানায় উন্নতমানের খাবার এবং উপহার হিসেবে উন্নতমানের ছাতা, মগ এবং মাস্ক দেয়া হয়। এর আগে প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে শোক দিবসের কর্মসূচি শুরু করেন।
[৩] শনিবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়। আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর দেশপ্রেমের চেতনাকে ধারণ করে জনসেবায় উজ্জীবিত হবার উপর গুরুত্বারোপ করেন।
[৪] প্রতিষ্ঠানটির মহাপরিচালক মুনীর চৌধুরী বলেন, বঙ্গবন্ধুকে শুধু আনুষ্ঠানিকতায় নয়, বঙ্গবন্ধুর আত্নার মাগফেরাত কামনা করে তাঁকে অন্তর থেকে স্মরণীয় করে রাখার জন্য নিষ্পাপ শিশুদের জন্য এ আয়োজন করা হয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধু সংবিধানে কর্মকর্তা-কর্মচারি প্রভেদ রাখেননি। বঙ্গবন্ধুর কল্যাণ রাষ্ট্রের ধারণায় আমরা সবাই কর্মচারি। বঙ্গবন্ধুর বৈষম্যহীন মানসিকতা ধারণ করতে হবে আমাদের।