শিরোনাম
◈ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ: অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, যা জানা গেল ◈ ‘সংসদ নির্বাচন পর্যবেক্ষণে হতে পারে ড্রোন ব্যবহার’ ◈ হাসিনা সরকারের কিছু প্রাথমিক ‘ভুল’ ছিল: সজীব ওয়াজেদ জয় ◈ এনসিপির কার্যালয়ের সামনে মধ্যরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ◈ জোট বাড়ছে বিএনপির, এনসিপি ও গণঅধিকারের সঙ্গে চলছে সংলাপ ◈ শাশুড়ির ১২ লাখ টাকার কিলারে খুন হন সালমান শাহ! ◈ এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার কা‌ছে সিরিজ হার‌লো ভারত ◈ শ্রম আইন সংশোধন ও গণপ্রতিনিধিত্ব আদেশ চূড়ান্ত অনুমোদন ◈ আমিরাতে আটক বাংলাদেশিদের মুক্তির অনুরোধে চিঠি পাঠাবেন ড. ইউনূস

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২০, ০৯:৪২ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২০, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ঢাকা-৫ আসন বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী ডেমরায় বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ

মো. বশির উদ্দিন: [২] স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ডেমরায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার ছেলে মশিউর রহমান মোল্লা সজল। শনিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭০ নম্বর ওয়ার্ডের বন্যাকবলিত এলাকায় প্রায় ১ হাজার পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। তিনি ঢাকা-৫ উপ-নির্বাচনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি।

[৩] এ সময় উপস্থিত ছিলেন ডিএসসিসির ৬৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মোল্লা বাবুল, ডিএসসিসির ৬২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমেদ, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মোল্লা শ্যামল ও কৌশিক আহমেদ জসিম, ডেমরা দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি ফাইজুল হক মৃধা ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, ডেমরা থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম সুমন ও এরশাদ আলম ইসু প্রমূখ।

[৪] জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ ৭৫ এর ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ঢাকা-৫ উপ-নির্বাচনের মনোনায়ন প্রত্যাশি মশিউর রহমান মোল্লা সজল বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে বন্যাকবলিত অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ শুরু করেন। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু দেশের মানুষের কল্যাণে আজীবন কাজ করে গেছেন। তার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সবাইকে তার নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি যে স্বপ্ন দেখতেন সেটা পুরণ হলেই তার আত্মা শান্তি পাবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়