শিরোনাম
◈ প্রবাসীদের কল্যাণে মালদ্বীপে হাইকমিশনের নতুন উদ্যোগ ◈ দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানির অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান ◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২০, ০৯:৪২ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২০, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ঢাকা-৫ আসন বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী ডেমরায় বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ

মো. বশির উদ্দিন: [২] স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ডেমরায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার ছেলে মশিউর রহমান মোল্লা সজল। শনিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭০ নম্বর ওয়ার্ডের বন্যাকবলিত এলাকায় প্রায় ১ হাজার পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। তিনি ঢাকা-৫ উপ-নির্বাচনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি।

[৩] এ সময় উপস্থিত ছিলেন ডিএসসিসির ৬৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মোল্লা বাবুল, ডিএসসিসির ৬২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমেদ, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মোল্লা শ্যামল ও কৌশিক আহমেদ জসিম, ডেমরা দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি ফাইজুল হক মৃধা ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, ডেমরা থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম সুমন ও এরশাদ আলম ইসু প্রমূখ।

[৪] জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ ৭৫ এর ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ঢাকা-৫ উপ-নির্বাচনের মনোনায়ন প্রত্যাশি মশিউর রহমান মোল্লা সজল বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে বন্যাকবলিত অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ শুরু করেন। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু দেশের মানুষের কল্যাণে আজীবন কাজ করে গেছেন। তার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সবাইকে তার নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি যে স্বপ্ন দেখতেন সেটা পুরণ হলেই তার আত্মা শান্তি পাবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়