মহসীন কবির : [২] শনিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবারের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিডে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮০০ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৮৯১ জনের। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৪১ হাজার ৬৪৮ জনে।
[৩] কোভিডে মোট মারা গেছেন ৩৬২৫ জন। মোট শনাক্ত হয়েছেন ২ লাখ ৭৪ হাজার ২২৫ জন। মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৫১ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ।
[৪] গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০১২ জন, মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৬৩৫ জন। শনাক্ত তুলনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪২ শতাংশ ।